এশিয়ান কাপ বাছাই
Published : 03 Jun 2025, 08:04 PM
জনাকীর্ণ সংবাদ সম্মেলন। তিল ঠাঁই আর নাহি রে অবস্থা। বাংলাদেশের ফুটবল নিয়ে আগ্রহ এখন তুমুল। মনোযোগের কেন্দ্রে অবশ্যই সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন লড়াই। তবে ভুটানের বিপক্ষে এর আগের প্রীতি ম্যাচকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন জামাল ভুঁইয়া।
জাতীয় স্টেডিয়ামে বুধবার সন্ধ্যা ৭টায় ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১০ জুন এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে তারা। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে ভুটানের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে চান জামাল।
“১০ তারিখ (জুন) আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে ভুটানের বিপক্ষে কালকের ম্যাচও গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা আমাদের সেরাটা দেব। তবে এখন আমাদের মূল মনোযোগ হচ্ছে কালকের ম্যাচে, জিততে হবে।”
গত বছর সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। থিম্পুতে হওয়া প্রথম ম্যাচে ১-০ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে হেরেছিল হাভিয়ের কাবরেরার দল। জামালের কাছে সেই সময় আর এই সময় এক নয়।
“সর্বশেষ আমরা যখন ভুটানের বিপক্ষে খেলছি, তখনকার আর এখনকার অবস্থাটা ভিন্ন। ওই ম্যাচের আগে আমাদের অধিকাংশ খেলোয়াড়ই প্রায় ৩-৪ মাস ধরে খেলার মধ্যে ছিল না। এখন প্রিমিয়ার লিগ মাত্র শেষ হয়েছে, তো সবাই খেলার মধ্যে আছে, মানে চিত্রটা ভিন্ন।”
ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি সম্প্রতি হতে হয়েছে জামালকেও। গত মার্চে বাছাইয়ে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে থেকেও মাঠে নামার সুযোগ মেলেনি ৩৫ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। লম্বা ক্যারিয়ারে তার জন্য বিরল। ভুটান ম্যাচে তাই খেলার সুযোগ মিলবে কিনা, এমন প্রশ্নে জামাল বল ঠেলে দিলেন মঙ্গলবার সংবাদ সম্মেলনে তার পাশেই বসে থাকা কোচের কোর্টে।
“এগুলো আমার হাতে নেই।”