ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
Published : 21 Jun 2024, 08:42 AM
চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের সাদামাটা পারফরম্যান্সে ভীষণ বিরক্ত অ্যালান শিয়েরার। উত্তরসূরিদের খেলায় উদ্যম ও গতির অভাব দেখছেন তিনি। সাবেক এই স্ট্রাইকারের মনে হচ্ছে, খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা পাচ্ছেন না কোচ গ্যারেথ সাউথগেট।
সার্বিয়ার বিপক্ষে কোনোমতে ১-০ গোলে জিতে এবারের ইউরো শুরু করে ইংল্যান্ড। বৃহস্পতিবার ডেনমার্কের বিপক্ষে সেটাও পারেনি তারা। শুরুতে এগিয়ে গিয়েও ১-১ ড্র করে গত আসরের রানার্সআপরা। ক্লান্ত-শ্রান্ত এক ইংল্যান্ড দলকে দেখা গেছে এই ম্যাচে।
মহাদেশীয় টুর্নামেন্টটিতে কখনোই গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই জিততে পারেনি ইংল্যান্ড। এবারের মতো ঘরের মাঠে গত আসরেও প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছিল তারা, শেষ পর্যন্ত খেলেছিল ফাইনালে।
তবে এবার ইংল্যান্ডের এমন হতশ্রী পারফরম্যান্স দেখে তাদের সম্ভাবনা নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন শিয়েরার। ডেনমার্ক ম্যাচের পর বিবিসি ওয়ান-এ ম্যাচ বিশ্লেষণে কেইন-ফোডেনদের পারফরম্যান্সের কড়া সমালোচনা করেছেন তিনি।
“(ইংল্যান্ডের) খেলায় কোনো উদ্যম, কোনো গতি ছিল না। (পারফরম্যান্স) ছিল খুবই বাজে, যথেষ্ট ভালো ছিল না। সত্যিটা হলো, ডেনমার্ক তুলনামূলক ভালো দল ছিল এবং জয়ের যোগ্য ছিল।”
“আমি বলব না চেষ্টার অভাব, তবে এই খেলোয়াড়দের থেকে আরও অনেক কিছু পাওয়ার আছে। ইংল্যান্ডের সেরা খেলোয়াড়দের থেকে এই মুহূর্তে গ্যারেথ সেরাটা পাচ্ছে না।”