নেশন্স লিগ
Published : 22 May 2025, 07:47 PM
গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে নেশন্স লিগের সেমি-ফাইনালে পাচ্ছে না জার্মানি। নিয়মিতদের অনুপস্থিতিতে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্ট্রাইকার নিক ভয়টেমাডে ও মিডফিল্ডার টম বিশফ।
ফাইনালে ওঠার লড়াইয়ে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় আগামী ৪ জুন পর্তুগালের মুখোমুখি হবে জার্মানি। ক্রিস্তিয়ানো রোনালদোর দলের বিপক্ষে ম্যাচটি সামনে রেখে বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসমান।
স্টুটগার্টের হয়ে চলতি মৌসুমে ভালো খেলছেন ২৩ বছর বয়সী ভয়টেমাডে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচে ১৬ গোল করার পাশাপাশি তিনটি করেছেন অ্যাসিস্ট। আগামী শনিবার অনুষ্ঠেয় জার্মান কাপের ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।
১৯ বছর বয়সী বিশফ হফেনহেইমের জার্সিতে চলতি মৌসুমে ৪১ ম্যাচ খেলে ৬ গোল করেছেন। সতীর্থের ৩ গোলে রেখেছেন অবদান। সম্ভাবনাময় এই ফুটবলারকে চার বছরের চুক্তিকে দলে নিয়েছে বায়ার্ন মিউনিখ।
হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে কেবলই আর্সেনালের জার্সিতে মাঠে ফেরা ফরোয়ার্ড কাই হাভার্টজকে দলে রাখেননি নাগেলসমান। চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুসিয়ালা, অভিজ্ঞ ডিফেন্ডার আন্টোনিও রুডিগার, ফরোয়ার্ড টিম ক্লাইনডিন্সট ও ডিফেন্ডার নিকো শ্লটারবেক।
ফিট হয়ে ওঠা অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান ভিরৎজ, ডিফেন্ডার আন্টোন, ডিফেন্সিভ মিডফিল্ডার আলেকসান্দার পাভলোভিচ ও ফরোয়ার্ড নিকলাস ফুয়েলখুগকে দলে রেখেছেন নাগেলসমান।
নেশন্স লিগের অন্য সেমি-ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। আগামী ৫ জুন হবে দুই দলের লড়াই। এর তিন দিন পর মাঠে গড়াবে ফাইনাল।
আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে জার্মানির বিশ্বকাপ বাছাইপর্ব। প্রথম ম্যাচে স্লোভাকিয়ার মুখোমুখি হবে তারা।
২০১৪ সালে চতুর্থ বিশ্বকাপ জেতা জার্মানি গত দুটি বৈশ্বিক আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। খাদের কিনারে থাকা দলটিকে কক্ষপথে ফেরাতে ২০২৩ সালের সেপ্টেম্বরে নাগেলসমানকে দেওয়া হয় দায়িত্ব। তার কোচিংয়ে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার-ফাইনালে খেলে জার্মানরা।