আরেকটি ট্রফি জয়ে আনন্দের কান্নায় রোনালদো
দীর্ঘ ক্যারিয়ারের পড়ন্ত বেলায় জাতীয় দলের হয়ে ট্রফি জেতা স্বপ্নের মত ছিল রোনালদোর জন্য। ৪০ বছর বয়সেও দারুণ এক জাদুতে গোল করে দলকে ফিরিয়েছেন সমতায়। এরপর আসে সেই ক্ষণ; সবাই যখন আনন্দ উল্লাসে মাতোয়ারা, তখন মাঠের এক কোনায় কাঁদছেন সিআর সেভেন। হাঁটু গেড়ে এই কান্নার দৃশ্য প্রমাণ করে, এই ট্রফি তার কাছে কতটা মূল্য রাখে।