ইংলিশ প্রিমিয়ার লিগ
Published : 19 May 2025, 12:01 AM
ডি-বক্সের বাইরে থেকে ডেকলান রাইসের ডান পায়ের গোলা আশ্রয় খুঁজে নিল নিউক্যাসল ইউনাইটেডের জালে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে তার এই গোলই গড়ে দল পার্থক্য। ইংলিশ প্রিমিয়ার লিগে তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল আর্সেনাল। একই সঙ্গে নিশ্চিত করল আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা।
পয়েন্ট টেবিলের দুই ও তিন নম্বর দলের লড়াইয়ে এমিরেটস স্টেডিয়ামে রোববার ১-০ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। ৫৫তম মিনিটে গোলটি করেছেন রাইস।
প্রথমার্ধে আক্রমণে দাপট দেখায় নিউক্যাসল। দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলে আর্সেনাল। পুরো ম্যাচে গোলের জন্য ১২ শটের ৪টি লক্ষ্যে রাখতে পারে তারা। নিউক্যাসলের ১৪ শটের ৫টি লক্ষ্যে ছিল।
টানা তৃতীয়বারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের রানার্সআপ হওয়া প্রায় নিশ্চিত হয়ে গেল আর্সেনালের। ৩৭ ম্যাচে ১৯ জয় ও ১৪ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। আগেই শিরোপা জেতা লিভারপুলের ৮৩ পয়েন্ট ৩৬ ম্যাচে।
৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট করে নিয়ে নিউক্যাসল তিনে, চেলসি চারে, অ্যাস্টন ভিলা পাঁচে আছে। ৬৫ পয়েন্ট করে নিয়ে ম্যানচেস্টার সিটি ছয়ে ও নটিংহ্যাম ফরেস্ট সাতে আছে। এই পাঁচ দলের তিনটি জায়গা পাবে পরের চ্যাম্পিয়ন্স লিগে।
এই পাঁচ দলের মধ্যে শুধু সিটির ম্যাচ বাকি আছে দুটি, অন্যদের একটি করে।
এবারের প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচ দল ইউরোপ সেরার মঞ্চে জায়গা পাবে।