স্প্যানিশ ফুটবল
Published : 02 Jun 2025, 06:15 PM
বয়স হয়ে গেছে ৩৬। এই বয়সে বার্সেলোনার মতো শিরোপা প্রত্যাশী ক্লাবে সীমাহীন চাপ সামাল দিয়ে গোলের চাহিদা মেটানো সহজ নয়। সদ্য সমাপ্ত মৌসুমে অবশ্য সেই কাজ ঠিকঠাকভাবে করে এখন ছুটি কাটাচ্ছেন রবের্ত লেভানদোভস্কি। সেখানেই স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মুন্দো দেপোর্তিভোর মুখোমুখি হয়ে অভিজ্ঞ পোলিশ স্ট্রাইকার দীর্ঘ সাক্ষাৎকারে বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা করলেন। এক পর্যায়ে বললেন, নিজেকে অন্তত আরও এক বছর শীর্ষ পর্যায়ে দেখেন তিনি।
এবার বার্সেলোনার তিন শিরোপা জয়ে বড় ভূমিকা আছে লেভাদোভস্কির; সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৪২ গোল। বায়ার্ন মিউনিখে নিজের সেরা সময়েও এক মৌসুমে তার সর্বোচ্চ গোল ছিল ৪২টি। এ বিষয়ে বলতে গিয়ে নিজেও যেন একটু ভাবনায় পড়ে গেলেন লেভানদোভস্কি।
“হ্যাঁ, আমার বয়স একটু… কীভাবে আমি এটা করতে পারলাম? আমি এভাবে বলতে পারি, এটা কেবল সংখ্যা। আমি শারীরিক ও মানসিকভাবে খুব ভালো অনুভব করছি। চোটের সময় এবং চোট থেকে সেরে ওঠার পরের সময়, অন্যবারের চেয়ে একটু বেশি খারাপ অনুভব করেছিলাম, তবে এটা স্বাভাবিক।”
“আমার যে বসয় সেদিক থেকে, আমি খুব খুশি। কারণ, আমি জানি যে (পরের) মৌসুমের জন্য আমি শারীরিক দিক থেকে খুব ভালোভাবে প্রস্তুত। আমি অন্তত আরও এক বছর সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারি।”
বার্সেলোনায় লেভানদোভস্কির চুক্তির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত। সেখানে মেয়াদ বাড়ানোর কোনো ধারা নেই। তাহলে কি আগামী মৌসুম দিয়েই বার্সেলোনায় শেষ লেভানদোভস্কির অধ্যায়?
“আমার মনে হয়, আগামী মৌসুমের পর আমি কী করব সেটা ঠিক করার জন্য, আমার হাতে অনেক সময় আছে। আমি গত মৌসুমের মতো একই মানে খেলতে পারি, তবে এটা ফুটবল। উদাহারণ হিসেবে বলা যায়, এখানে ফুটবলের বাইরের কোনো ব্যাপারও শেষ পর্যন্ত আমার ভাবনায় পরিবর্তন নিয়ে আসতে পারে। একারণেই আমি করি, এ ধরনের কিছু ভাবার জন্য সময়টা অনেক বেশি আগেভাগে হয়ে যায়।”
“অল্প একটু সময় পেয়েছি বিশ্রামের, এরপর আমি প্রাক মৌসুমের জন্য এবং মৌসুমের জন্য ভালোভাবে প্রস্তুত হওয়ার সময় পাব। আমি নিশ্চিত, শারীরিকভাবে আমি সুস্থ। মৌসুমের প্রস্তুতির জন্য আমাদের হাতে কয়েক সপ্তাহ সময় আছে। এই দলের সঙ্গে নিজেকে সত্যিই উপভোগ করছি এবং ওদের হয়ে খেলতে পারার জন্য আমি খুবই গর্বিত।”
চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনাল থেকে বিদায়ের আক্ষেপ ছাড়া দারুণ একটা মৌসুমই কাটিয়েছে বার্সেলোনা। ক্লাব বিশ্বকাপে না থাকায় মৌসুম তাদের শেষ হয়ে গেছে আগেভাগেই। এক মৌসুমে চারবার রেয়াল মাদ্রিদকে হারানো, তাদের জালে ১৬ গোল দেওয়া। দুটি প্রতিযোগিতার ফাইনালে রেয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জয়। চির প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে লা লিগা শিরোপা পুনরুদ্ধার। সব মিলিয়ে তৃপ্তি নিয়েই ছুটি কাটাচ্ছেন লেভানদোভস্কি।
“আমি মনে করি, এটা ছিল প্রায় নিখুঁত একটি মৌসুম। আমরা লিগ জিতেছি, কোপা দেল রে জিতেছি, স্প্যানিশ সুপার কাপ জিতেছি, চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে পৌঁছেছি, ফাইনালে খেলার খুব কাছেই ছিলাম। তবে এটাই ফুটবল।”
“আমি করি, আমাদের খুশি হওয়া উচিত। আমরা শিরোপা জিতেছি, কেবল এর জন্য নয় বরং যেভাবে আমরা খেলেছি সেই জন্য। আমি মনে করি, ভক্ত এবং যারা আমাদের খেলা দেখেছেন তারা দেখেছেন এই দল দারুণ সাহসী। এ কারণেই আমি মনে করি, আমাদের খুব খুশি থাকা উচিত।”