ইংলিশ ফুটবল
Published : 02 Aug 2024, 04:49 PM
প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে চোটের ধাক্কা লেগেছে ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে। মার্কাস র্যাশফোর্ড ও আন্তোনিকে নিয়ে তাই সতর্কতার সঙ্গে এগোতে চান কোচ এরিক টেন হাগ।
যুক্তরাষ্ট্র সফরে রেয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন র্যাশফোর্ড ও আন্তোনি। ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালের ম্যাচে দ্বিতীয়ার্ধে এই দুই ফরোয়ার্ডকে তুলে নেন ইউনাইটেড কোচ।
তবে তাদের চোটের মাত্রা কতটা, সেই ব্যাপারে এখনও নিশ্চিত নয় ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি। নতুন মৌসুম শুরুর আগে দুজনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না টেন হাগ।
সাউথ ক্যারোলিনায় শনিবার প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে নিজেদের শেষ ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে ইউনাইটেড। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে র্যাশফোর্ড ও আন্তোনিকে নিয়ে সতর্ক থাকার কথা বলেন টেন হাগ।
“আমাদের অপেক্ষা করতে হবে, আগামী সপ্তাহে নতুন মৌসুম শুরুর সময় সামনে রেখে নিশ্চিতভাবেই আমরা এই সফরের শেষ ম্যাচে ঝুঁকি নেব না। ম্যাচ শেষ করার এখনও ২৪ ঘণ্টা হয়নি। সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের।”
“আমাদের চূড়ান্ত মূল্যায়ন করতে হবে এবং দেখতে হবে লিভারপুলের বিপক্ষে শনিবারের ম্যাচের জন্য তারা প্রস্তুত কিনা।”
র্যাশফোর্ড, আন্তোনি ছাড়াও চোট সমস্যা রয়েছে ইউনাইটেড দলে। এরই মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুর অংশ থেকে ছিটকে গেছেন লেনি ইয়োরো ও গাসমুস হয়লুন।