ইংলিশ ফুটবল
Published : 09 May 2025, 10:01 PM
মৌসুমের শেষ দিকে এসে চোট নিয়ে একটু সুখবর পেল ম্যানচেস্টার সিটি। চোট কাটিয়ে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত আর্লিং হলান্ড। এছাড়া দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন অস্কার বব ও নাথান আকেও। এই দুইজনকে অবশ্য এখনই ম্যাচে পাওয়া যাবে না। তবে গোলের জন্য সবচেয়ে বড় ভরসা ফেরায় চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আত্মবিশ্বাস বেড়েছে সিটি কোচ পেপ গুয়ার্দিওলার।
অ্যাঙ্কেলের চোটে ভুগছিলেন হলান্ড। একসময়ে গোল্ডেন বুটের লড়াইয়ে ভালোভাবেই ছিলেন তিনি। প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকায় তিনে নেমে গেছেন তিনি। তার ২১ গোলের চেয়ে বেশি আছে লিভারপুলের মোহামেদ সালাহ (২৮) ও নিউক্যাসল ইউনাইটেডের আলেকসান্দার ইসাকের (২৩)।
ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের তলানির দল সাউথ্যাম্পটনের মাঠে শনিবার খেলবে সিটি। আগের দিন সংবাদ সম্মেলেনে হলান্ডের ফিট হয়ে ওঠার কথা বললেন গুয়ার্দিওলা।
“(হলান্ড) খেলার জন্য তৈরি, সে ফিট। সে শুরুর একাদশে থাকবে কি না, সেটা আমরা ঠিক করব (শনিবার)। এখনও রদ্রিকে পাওয়া যাবে না, অস্কার ও নাথান আমাদের সঙ্গে অনুশীলন শুরু করেছে, ওদের এখনই পাওয়া যাবে না।”
প্রিমিয়ার লিগের গত চার আসরের চ্যাম্পিয়ন সিটি এবার অনেক আগেই শিরোপা লড়াই থেকে ছিটকে যায়। তিন রাউন্ড বাকি থাকতে এখন তারা আছে তিনে; আর্সেনালের চেয়ে কেবল তিন পয়েন্টে পিছিয়ে এবং নিউক্যাসল ইউনাইটেডের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে।
মৌসুমে কেবল দুটি জয় পাওয়া সাউথ্যাম্পটন ১১ পয়েন্ট নিয়ে আছে ২০ নম্বরে। আগেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া দলটির বিপক্ষেও সাবধানী গুয়ার্দিওলা।
“আমরা ০-০ অবস্থায় শুরু করব এবং এটি আমাদের জন্য অনেক বড় একটা ম্যাচ। তিনটি ম্যাচ বাকি। তাদের জন্য অনেক শ্রদ্ধা আছে আমাদের।”
“যখন আপনি চ্যাম্পিয়ন নন, তখন লক্ষ্য হবে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী আসর। যদি তিনটি জয় পাই, আমরা সেখানে জায়গা করে নেব, এটা আমাদের হাতেই আছে।”