স্প্যানিশ ফুটবল
Published : 24 May 2025, 09:46 PM
একাদশে জায়গা হারানো, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর ভক্তদের সমালোচনা- সব মিলিয়ে স্প্যানিশ গণমাধ্যমে বলা হচ্ছে মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন রোনাল্দ আরাউহো। তবে তাদের সঙ্গে একমত নন হান্সি ফ্লিক। কোচ আত্মবিশ্বাসী, বার্সেলোনাতেই থাকবেন উরুগুয়ের ডিফেন্ডার।
চলতি মৌসুমে চোট বেশ ভুগিয়েছে আরাউহোকে। ২৬ বছর বয়সী সেন্টার ব্যাক মৌসুমের অর্ধেক সময় বাইরে ছিলেন হ্যামস্ট্রিংয়ের চোটে। এরপর ফিরলেও শুরুর একাদশে নিয়মিত হতে পারেননি তিনি। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে ৪-৩ গোলে হারে তার পারফরম্যান্সের কঠোর সমালোচনা করেন ভক্তরা।
চলতি বছরের শুরুতে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন আরাউহো। আরও ৬ বছর কাতালান ক্লাবটিতেই থাকার কথা তার। তবে স্প্যানিশ গণমাধ্যমে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা চলছে কিছু দিন ধরে।
আগামী রোববার চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচে আথেলতিক বিলবাওয়ের বিপক্ষে খেলবে বার্সেলোনা। এর আগের দিন সংবাদ সম্মেলনে ফ্লিক বললেন, তার পরিকল্পনায় ভালোভাবেই আছেন আরাউহো।
“সে চুক্তি সই করেছে, তাহলে থাকবে না কেন? তার উপর আমার শতভাগ আস্থা আছে এবং তার উপর আমার বিশ্বাস আছে।”
“তার জন্য এই মৌসুম খুবই কঠিন ছিল। মৌসুমের শুরুতে চোটে বাইরে ছিল, পরে ফিরে এলো (যখন ডিফেন্ডার) পাউ কুবার্সি ও ইনিগো মার্তিনেস এক সঙ্গে দুর্দান্ত মৌসুম কাটাচ্ছিল। সে কতটা ভালো, সেটা দেখানোর জন্য ওই মুহূর্ত সহজ ছিল না। সে যখন আমাদের সঙ্গে প্রাক মৌসুম শুরু করবে তখন সে অনেক উন্নতি করবে।”
আগামী ১৩ জুলাই নতুন মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি শুরু করবে বার্সেলোনা। এর আগ পর্যন্ত ছুটি কাটাবেন ফ্লিক। গন্তব্য প্রকাশ করেননি তিনি। তবে যেখানেই যান না কেন আন্তর্জাতিক ম্যাচে তার দলের খেলোয়াড়দের অনুসরণ করবেন তিনি। নিশ্চিতভাবেই তাদের মধ্যে থাকবেন লামিনে ইয়ামাল, “আমি স্পেন ও ফ্রান্সের ম্যাচ দেখব।”
চলতি মৌসুমে খুব একটা খেলার সুযোগ পাননি আনসু ফাতি। এই তরুণের দল ছাড়ার খবর নিয়মিতই আসছে গণমাধ্যমে। তাকে নিয়েও নিজের ভাবনার কথা বললেন ফ্লিক।
“থাকা না থাকা আমার সিদ্ধান্ত নয়। তার চুক্তি আছে এবং তাকেই সিদ্ধান্ত নিতে হবে। যদি আমার সঙ্গে কথা বলতে চায়, কোনো সমস্যা নেই। তবে এটা তারই সিদ্ধান্ত।”