ইংলিশ ফুটবল
Published : 19 May 2025, 10:32 PM
লড়াইয়ে থাকা পাঁচ দলের মধ্যে সুযোগ সবচেয়ে বেশি ম্যানচেস্টার সিটির সামনে। দলটির কোচ পেপ গুয়ার্দিওলার দৃঢ় বিশ্বাস, ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ পাঁচে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন।
এবার লিভারপুল প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নেয় চার ম্যাচ হাতে রেখে। তাদের সঙ্গে আর্সেনাল পরের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করে রোববার নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে।
৬৬ পয়েন্ট করে নিয়ে নিউক্যাসল তিনে, চেলসি চারে, অ্যাস্টন ভিলা পাঁচে আছে। ৬৫ পয়েন্ট করে নিয়ে ম্যানচেস্টার সিটি ছয়ে ও নটিংহ্যাম ফরেস্ট সাতে আছে।
এই পাঁচ দলের তিনটি জায়গা পাবে পরের চ্যাম্পিয়ন্স লিগে। এর মধ্যে শুধু সিটির ম্যাচ বাকি আছে দুটি, অন্যদের একটি করে।
গত চার মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন সিটি সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল ২০০৯-১০ মৌসুমে। গত শনিবার এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে আট বছরের মধ্যে প্রথমবার বড় কোনো শিরোপা ছাড়া মৌসুম শেষ করা নিশ্চিত হয়ে গেছে তাদের।
প্রিমিয়ার লিগে মঙ্গলবার ১১ নম্বরে থাকা বোর্নমাউথের বিপক্ষে ঘরের মাঠে খেলবে সিটি। আগের দিন গুয়ার্দিওলা বললেন, শেষ দুই রাউন্ড থেকে চার পয়েন্ট তুলে নেওয়াই তাদের একমাত্র লক্ষ্য এখন।
“যদি আমরা (চ্যাম্পিয়ন্স লিগে) না থাকি, তাহলে আমরা এর যোগ্য নই, আমরা ইউরোপা লিগে থাকব। বিষয়টা এমনই।”
“আমি মনে করি, আমরা (চ্যাম্পিয়ন্স লিগে খেলার) যোগ্যতা অর্জন করব। আমার চিন্তাভাবনা এবং আমি যেভাবে ভাবি… আমি তাই মনে করি। আমাদের চার পয়েন্ট প্রয়োজন। এটাই মূল লক্ষ্য। আমি পুরোপুরি (যোগ্যতা অর্জনের ব্যাপারে আত্মবিশ্বাসী)।”