আন্তর্জাতিক ফুটবল
Published : 11 Jun 2025, 03:19 PM
পিছিয়ে আছে দল। অনেক চেষ্টা করেও মিলছে না গোল। এমন সময়ে কিনা তুলে নেওয়া হলো দলের সেরা খেলোয়াড়কে! কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে লিওনেল মেসিকে তুলে নেওয়ার সিদ্ধান্ত অবাক করে দেয় অনেককেই। ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানালেন, মেসির কাছ থেকে ইঙ্গিত পেয়েই তার বদলি নামানো হয় তরতাজা একজনকে।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় বুধবার সকালে ঘরের মাঠে এই ম্যাচে প্রথমার্ধে লুইস দিয়াসের অসাধারণ এক গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। ১-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় ৭৮তম মিনিটে মেসিকে তুলে মিডফিল্ডার এসেকিয়েল পালাসিওসকে নামান স্কালোনি।
চোটাক্রান্ত না হলে সাধারণত পুরো ম্যাচই খেলেন মেসি। তারওপর দল পিছিয়ে থাকা অবস্থায় এই মহাতারকাকে তুলে নেওয়ার কোচের সিদ্ধান্ত নিয়ে শুরু হয়ে যায় আলোচনা।
ম্যাচটি ১-১ ড্রয়ের পর রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ীকে তুলে নেওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ।
“এমনিতে সে মাঠ ছাড়ে না, কিন্তু যখন সে দেখল যে, আমরা দুটি পরিবর্তন আনছি, তখন সে আমাকে বলল, তার বের হয়ে যাওয়াই ভালো হবে। তাই তাকে তুলে নিই। না হলে তাকে তুলতাম না। আপনারা জানেন, এই বিষয়গুলো কিভাবে কাজ করে এবং আমি কী মনে করি।”
মেসি মাঠ ছাড়ার তিন মিনিট পরই থিয়াগো আলমাদার চমৎকার গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা।
চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চের উইন্ডোতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি মেসি। ওই দুটি ম্যাচ জয়ের পথে মূলপর্বের টিকেট নিশ্চিত করে ফেলে বিশ্ব চ্যাম্পিয়নরা।
এই মাসের বাছাইয়ে গত শুক্রবার চিলির বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মেসি। জাতীয় দলের দুটি ম্যাচের পর এখন আবার ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে ব্যস্ত হয়ে পড়বেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। বাংলাদেশ সময় আগামী রোববার সকালে আল আহলির বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু করবে মায়ামি।