Published : 25 May 2025, 12:19 AM
ইউরোপ সেরার মঞ্চে বার্সেলোনার মেয়েদের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন গুঁড়িয়ে গেল। উয়েফা উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে গত দুইবারের চ্যাম্পিয়ন ও চারবারের মধ্যে তিনবারের শিরোপাজয়ীদের হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরল আর্সেনাল।
পর্তুগালের লিসবনে শনিবার ফাইনালে ১-০ গোলে জিতেছে ইংলিশ দলটি।
এই নিয়ে সাত বছরের মধ্যে ছয়বার ফাইনালে ওঠা বার্সেলোনা পুরো ম্যাচে অধিকাংশ সময় পজেশন রেখে, অনেক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি একটিও। প্রবল চাপের মুখে ঘর সামলে রেখে ৭৪তম মিনিটে ব্যবধান গড়ে দেন সুইডিশ ফরোয়ার্ড স্টিনা ব্লাকস্টেনিউস।
এই নিয়ে দ্বিতীয়বার ইউরোপ সেরা হলো আর্সেনালের মেয়েরা, ১৮ বছরে প্রথম। টুর্নামেন্টের আগের সংস্করণ উয়েফা উইমেন’স কাপে নিজেদের প্রথম শিরোপাটি জিতেছিল তারা।