চ্যাম্পিয়ন্স লিগ
Published : 04 Jun 2025, 11:21 PM
প্রতিপক্ষ নিজ দেশের ক্লাব, সেখানে আবার খেলছেন জাতীয় দলের সতীর্থরা, এমন ম্যাচ জয়ে অম্ল-মধুর অনুভূতি হওয়াই স্বাভাবিক। জানলুইজি দোন্নারুম্মারও হয়েছে তাই। পিএসজি অধিনায়ক বলছেন, ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর উদযাপন করা তার জন কঠিন ছিল।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় গত শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে স্রেফ উড়িয়ে দেয় পিএসজি। দাপুটে পারফরম্যান্সে ৫-০ গোলে জিতে ফরাসি ক্লাবটি প্রথমবারের মতো পায় ইউরোপ সেরা হওয়ার স্বাদ।
ওই লড়াইয়ে একরকম দর্শক হয়ে ছিলেন ইতালিয়ান গোলরক্ষক দোন্নারুম্মা। সেদিন তাকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি ইতালিয়ান ক্লাব ইন্টার।
ইন্টার মিলানের কয়েকজনের সঙ্গে সামনে ইতালির জার্সিতে খেলতে হবে দোন্নারুম্মার। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য এরই মধ্যে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। যেখানে আছেন ইন্টারের আলেস্সান্দ্রো বাস্তোনি, ফেদেরিকো দিমার্কো, নিকোলো বারেল্লা ও দাভিদে ফ্রাত্তেসি।
জাতীয় দলের এই সতীর্থদের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিয়ে কিছু বলেছেন কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নে দোন্নারুম্মা বলেন, ম্যাচটি নিয়ে তাদের কোনো কথাই হয় না।
“কিছুই বলিনি। ম্যাচের পর সতীর্থদের সঙ্গে আন্তরিক আলিঙ্গন করেছি এবং আমি এতেই খুশি। চ্যাম্পিয়ন্স লিগ জয় পুরোপুরি উপভোগ করতে ভুগেছি আমি, কারণ প্রতিপক্ষ দলে আমার ভাইয়েরা ছিল, যাদের সঙ্গে আমি অনেক সময় কাটিয়েছি।”
“এখানে আমরা ওই ম্যাচ নিয়ে কথা বলি না, এমনকি কোনো রসিকতাও করি না। আমরা কেবল সামনের দুই ম্যাচ নিয়ে কথা বলি এবং একসঙ্গে সবকিছু উজাড় করে দেওয়ার কথা ভাবি।”
পিএসজির সঙ্গে আর এক বছর চুক্তি আছে দোন্নারুম্মার। ইন্টার মিলানে তার যোগ দেওয়ার গুঞ্জন রয়েছে। তার এজেন্টকে ইন্টারের প্রধান অফিসেও দেখা গেছে বলে খবর বেরিয়েছে। এসব নিয়ে প্রশ্নে ২৬ বছর বয়সী দোন্নারুম্মা বলেন, পিএসজিতে ভালো আছেন তিনি।
“সে যে ইন্টারে ছিল, আমি জানতাম না। প্যারিসে ভালো আছি এবং চুক্তি নবায়ন করা হবে কি না, সেটা ক্লাব সিদ্ধান্ত নেবে।”
“আমি যেকোনো কিছুর জন্য তৈরি, তবে এখন আমার প্রথম পছন্দ পিএসজি কারণ, আমি ভালো আছি, সমর্থকরা আমাকে ভালোবাসে এবং দলও আমাকে ভালোবাসে। সেখানে আরও অনেক বছর থাকার আশা করি।”
বাছাইপর্ব উতরাতে না পারায় সবশেষ দুই বিশ্বকাপে খেলতে পারেনি ইতালি। ২০২৬ বিশ্বকাপের টিকেটের জন্য তাদের লড়াই শুরু হবে আগামী শুক্রবার, প্রতিপক্ষ নরওয়ে। পরে সোমবার মলদোভার মুখোমুখি হবে তারা।