স্প্যানিশ ফুটবল
Published : 15 May 2025, 03:16 PM
লা লিগার ট্রফি হাতে উৎসব করার মঞ্চ প্রস্তুত; কিন্তু কাঙ্ক্ষিত সেই মুহূর্তে থাকতে পারছেন না ফেররান তরেস। বার্সেলোনার এই ফরোয়ার্ডের অ্যাপেনডিসাইটিসের অস্ত্রোপচার করা হয়েছে। তাই এস্পানিওলের বিপক্ষে বিশেষ উপলক্ষের ম্যাচটি খেলতে পারবেন না তিনি।
কাতালান ক্লাবটি বৃহস্পতিবার এক বিবৃতিতে খবরটি জানিয়েছে। তরেসের ফেরার সম্ভাব্য কোনো সময় ক্লাবের পক্ষ থেকে জানানো হয়নি। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, লিগের বাকি ম্যাচগুলোয় খেলতে পারবেন না তিনি।
লা লিগায় গত রাউন্ডে রেয়াল মাদ্রিদের বিপক্ষে রোমাঞ্চকর ৪-৩ ব্যবধানের জয়ে দলের তিনটি গোলে অবদান রাখেন তরেস। ওই জয়েই লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে বড় লাফ দেয় হান্সি ফ্লিকের দল।
৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা, এক ম্যাচ বেশি খেলা রেয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট বেশি।
বৃহস্পতিবার এস্পানিওলের মাঠে রাত দেড়টায় শুরু হতে যাওয়া ম্যাচটি জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার।