Published : 11 Jun 2025, 08:47 AM
শুরুটা কী দারুণ হয়েছিল ইংল্যান্ডের। হ্যারি কেইনের গোলে সপ্তম মিনিটেই এগিয়ে গিয়েছিল টমাস টুখেলের দল। কিন্তু এরপর ঘুরে দাঁড়িয়ে অসাধারণ এক জয় তুলে নিল সেনেগাল।
সিটি গ্রাউন্ডে মঙ্গলবার রাতে প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছে ইংল্যান্ড। ২২ ম্যাচে আফ্রিকার কোনো দলের বিপক্ষে তাদের এটাই প্রথম হার।
টানা ২৪ ম্যাচ ধরে অপরাজিত থাকল সেনেগাল। অন্য দিকে টুখেলের কোচিংয়ে প্রথম হারের তেতো স্বাদ পেল ইংল্যান্ড।
২-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় জালে বল পাঠিয়েছিলেন জুড বেলিংহ্যাম। কিন্তু আক্রমণের শুরুর দিকে হ্যান্ডবলের কারণে ভিএআরের সাহায্য নিয়ে গোল দেননি রেফারি।
৪০তম মিনিটে নিকোলাস জ্যাকসনের ক্রসে সেনেগালকে সমতায় ফেরান ইসমাইলা সার। টুখেল কোচ হয়ে আসার পর এটাই ইংল্যান্ডের জালে প্রথম গোল।
৬২তম মিনিটে সেনেগালকে এগিয়ে নেন হাবিব দিয়ারা। যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান শেখ সাবালি। শেষ বাঁশি বাজতেই দুয়ো দিতে থাকেন ইংলিশ সমর্থকরা।