চ্যাম্পিয়ন্স লিগ
Published : 01 Jun 2025, 10:01 PM
প্রাথমিক পর্বে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে এবং ফাইনালে যে দাপুটে পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি, তাতে চ্যাম্পিয়ন্স লিগের বর্ষসেরা একাদশে দলটির খেলোয়াড়দের আধিপত্য প্রত্যাশিতই ছিল। বাস্তবেও হয়েছে তাই। ইউরোপ সেরা প্রতিযোগিতাটির ২০২৪-২৫ মৌসুমে বর্ষসেরা একাদশে পিএসজির ফুটবলার আছেন সাত জন!
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার রাতে ইন্টার মিলানকে ৫-০ গোলে গুঁড়িয়ে পিএসজি ট্রফি উঁচিয়ে ধরার পরদিন বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা।
প্রাথমিক পর্বের প্রথম পাঁচ রাউন্ডের তিনটিতে হেরে ও একটিতে ড্র করে ছিটকে পড়ার শঙ্কায় পড়েছিল পিএসজি। সেখান থেকে টানা তিন ম্যাচ জিতে প্লে-অফে জায়গা করে নেয় তারা। এরপর প্লে-অফে ব্রেস্তকে বিধ্বস্ত করে এবং নকআউটে একে একে লিভারপুল, অ্যাস্টন ভিলা ও আর্সেনালকে হারিয়ে ফাইনালে ওঠে দলটি। আর শিরোপার লড়াইয়ের মঞ্চে তো ইন্টারকে দাঁড়াতেই দেয়নি লুইস এনরিকের দল।
দুর্দান্ত এই পথচলায় দলটির আক্রমণভাগের নেতৃত্ব দেওয়া উসমান দেম্বেলে হয়েছেন আসরের বর্ষসেরা ফুটবলার এবং স্বাভাবিকভাবেই আছেন সেরা একাদশে। আসরে মোট ১৫টি ম্যাচ খেলে আটটি গোল ও ছয়টি অ্যাসিস্ট করেছেন তিনি।
তার সঙ্গে আক্রমণে আছেন আরেক ফরাসি ফুটবলার দিজিরে দুয়ে। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড ফাইনালে দুটি গোল ও অ্যাসিস্ট করে দারুণ কিছু রেকর্ড গড়ার পথে ফাইনালের সেরা ও টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন। আসরে মোট পাঁচটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি।
কিছুটা অদ্ভূত ৪-২-৪ ফরম্যাটের এই একাদশে বাকি দুই ফরোয়ার্ড জায়গা পেয়েছেন বার্সেলোনা থেকে, ব্রাজিলের রাফিনিয়া ও স্পেনের তরুণ লামিনে ইয়ামাল। সেমি-ফাইনালে ইন্টারের বিপক্ষে দুই লেগের রুদ্ধশ্বাস লড়াইয়ে কাতালান দলটি হেরে গেলেও, আসরজুড়ে এই দুজনের পারফরম্যান্স ছিল চোখধাঁধানো।
মিডফিল্ডের দুজন হলেন চ্যাম্পিয়ন দলের পর্তুগালের ভিতিনিয়া ও আর্সেনালের ইংলিশ ফুটবলার ডেকলান রাইস।
রক্ষণভাগের চার খেলোয়াড়ের তিনজনই পিএসজির; ফাইনালে শুরুতেই দলকে এগিয়ে নেওয়া মরক্কোর আশরাফ হাকিমি, ব্রাজিলের মার্কিনিয়োস ও পর্তুগালের নুনো মেন্দেস। আরেকজন হলেন ইন্টার মিলানের আলেস্সান্দ্রো বাস্তোনি।
আর পোস্টে প্রত্যাশিতভাবে আছেন ইতালির ২০২০ ইউরো জয়ের নায়কদের একজন পিএসজির জানলুইজি দোন্নারুম্মা।
২০২৪-২৫ চ্যাম্পিয়ন্স লিগের বর্ষসেরা একাদশ:
গোলরক্ষক: জানলুইজি দোন্নারুম্মা (পিএসজি)
ডিফেন্ডার: আশরাফ হাকিমি (পিএসজি), মার্কিনিয়োস (পিএসজি), আলেস্সান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), নুনো মেন্দেস (পিএসজি)
মিডফিল্ডার: ভিতিনিয়া (পিএসজি), ডেকলান রাইস (আর্সেনাল)
ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল (বার্সেলোনা), দিজিরে দুয়ে (পিএসজি), উসমান দেম্বেলে (পিএসজি), রাফিনিয়া (বার্সেলোনা)