ইংলিশ ফুটবল
Published : 26 Jan 2025, 05:38 PM
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচে রেফারির একটি সিদ্ধান্ত মানতেই পারছেন না আর্সেনালের কোচ মিকেল আর্তেতা। তার ডিফেন্ডার মাইলস লুইস-স্কেলিকে লাল কার্ড দেখানোয় ভীষণ চটেছেন তিনি।
প্রিমিয়ার লিগে শনিবার উলভারহ্যাম্পটনের মাঠে ১-০ গোলে জয়ের ম্যাচে প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল। পরে স্বাগতিকদেরও একজন লাল কার্ড দেখেন। ব্যবধান গড়ে দেওয়া একমাত্র গোলটি করেন রিকার্দো কালাফিওরি।
কঠিন লড়াইয়ে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়লেও আর্তেতা ক্ষুব্ধ রেফারির সিদ্ধান্তে। ৪৩তম মিনিটে উলভারহ্যাম্পটনের বক্সের সামনে একজনকে ফাউল করেন লুইস-স্কেলি, সঙ্গে সঙ্গে তাকে লাল কার্ড দেখান রেফারি। পরে ভিএআরেও বহাল থাকে সিদ্ধান্ত।
ম্যাচ শেষে আর্তেতা বলেন, লাল কার্ড দেখানোর মতো ফাউল সেটি ছিল না।
“বিষয়টি এতটাই পরিষ্কার, আমি এটা (সিদ্ধান্ত নেওয়ার ভার) আপনাদের ওপরই ছেড়ে দেব। আমি খুবই ক্ষুব্ধ…এটা এতই স্পষ্ট যে, আমি মনে করি না আমার কথা বলার প্রয়োজন আছে।”
লাল কার্ড দেখায় আগামী তিন ম্যাচ খেলতে পারবেন না ১৮ বছর বয়সী লুইস-স্কেলি।
রেফারির এমন সিদ্ধান্তের কোনো ব্যাখ্যা এখনও পাননি আর্তেতা। তবে তার আশা, টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ব্রুনো ফের্নান্দেসের দেখা লাল কার্ডের সিদ্ধান্ত যেমন বাতিল করা হয়েছিল, লুইস-স্কেলির ক্ষেত্রেও তেমনটা হবে।
“আশা করি, আমাদের আপিল করার প্রয়োজন হবে না। যদি আপিল করতেই হয়, চলতি মৌসুমে ব্রুনোর সঙ্গে যা ঘটেছে, সেটার মতো এটা সত্যিই ভালো একটা নজির হবে। এমনটাই আশা আমাদের।”
২৩ ম্যাচে ১৩ জয় ও ৮ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে লিগে দুই নম্বরে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।