ইংলিশ ফুটবল
Published : 07 Jun 2025, 04:07 PM
ইউরোপা লিগ জিতে ১৭ বছরের শিরোপা খরা কাটানোর ১৬ দিন পর বড় এক সিদ্ধান্ত নিয়েছে টটেনহ্যাম হটস্পার। যার কোচিংয়ে এই সাফল্য ধরা দিয়েছে তাদের হাতে, সেই এনজ পোস্টেকোগ্লুকে বরখাস্ত করেছে ইংলিশ ক্লাবটি।
৫৯ বছর বয়সী পোস্টেকোগ্লুর সঙ্গে সম্পর্কের ইতি টানার কথা শুক্রবার নিশ্চিত করে টটেনহ্যাম। ক্লাবের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা বিবৃতিতে তুলে ধরে তারা।
গত মাসের শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির শিরোপা ঘরে তোলে টটেনহ্যাম। ৪১ বছর পর কোনো ইউরোপিয়ান ট্রফি জয়ের স্বাদ পায় তারা।
ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকেট নিশ্চিত করে টটেনহ্যাম।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় জায়গা করে নিলেও গত প্রিমিয়ার লিগে মৌসুমটা একদমই ভালো কাটেনি টটেনহ্যামের। ঘরোয়া শীর্ষ লিগে দলের বাজে পারফরম্যান্সই পোস্টেকোগ্লুর দায়িত্ব হারানোর পেছনে রেখেছে সবচেয়ে বড় ভূমিকা।
লিগে এতটাই হতশ্রী ছিল টটেনহ্যামের পারফরম্যান্স, দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার শঙ্কায় পড়েছিল তারা। ৩৮ ম্যাচে স্রেফ ১১টিতে জেতা দলটি হেরেছে ২২ ম্যাচে। পয়েন্ট টেবিলে সপ্তদশ স্থানে থেকে লিগ মৌসুম শেষ করেছে পোস্টেকোগ্লুর দল।
টটেনহ্যামে পোস্টেকোগ্লুর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছিল অনেক আগে থেকেই। তবে ইউরোপা লিগ জেতায় ক্লাবটিতে তার টিকে যাওয়ার একটা সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বিচ্ছেদের পথেই হাঁটল টটেনহ্যাম।
সেল্টিক ছেড়ে ২০২৩ সালের জুনে টটেনহ্যামের দায়িত্ব নেন পোস্টেকোগ্লু। ঠিক দুই বছর ক্লাবটিতে কাজ করার পর চাকরি হারালেন গ্রিসে জন্ম নেওয়া এই অস্ট্রেলিয়ান কোচ।