০৪ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ জেতার ১৬ দিন পর এনজ পোস্টেকোগ্লুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইংলিশ ক্লাবটি।
দীর্ঘ ৪১ বছর পর কোন ইউরোপিয়ান ট্রফি জিতল টটেনহ্যাম হটস্পার। ১০ বছর আগে ক্লাবটিতে যোগ দেওয়ার পর স্পার্সদের হয়ে সন হিউং-মিনেরও এটি প্রথম শিরোপা জয়। তবে এমন সুখের মুহূর্তেও তার সঙ্গে ঘটে গেছে অস্বাভাবিক ঘটনা। ইউরোপা লিগ জয়ের পর বিজয়ী পদক পাননি টটেনহ্যাম স্ট্রাইকার।
এত বড় টুর্নামেন্টের ফাইনালে এমন অস্বাভাবিক ঘটনা সচরাচর দেখা যায় না।
টটেনহ্যামের ৪১ বছরের অপেক্ষার অবসানের পর সন হিউং-মিন বলছেন, ‘স্বপ্ন হলো সত্যি, এখন আমি কিংবদন্তি, তবে স্রেফ আজকের জন্য।’
১৭ বছরের শিরোপা খরা কাটানোর পাশাপাশি ৪১ বছর পর কোনো ইউরোপিয়ান ট্রফি জিতল টটেনহ্যাম হটস্পার।
‘অল ইংলিশ’ ফাইনালের জন্য দুই ক্লাবের প্রায় ৮০ হাজার সমর্থক স্পেনে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
ঘরোয়া লিগ টেবিলের নিচের দিকের দল দুটির সামনে ইউরোপিয়ান প্রতিযোগিতায় শিরোপা জয়ের হাতছানি।
প্রিমিয়ার লিগের ১৫ ও ১৬ নম্বর দল এবার লড়বে ইউরোপা লিগের শিরোপা জন্য, এটাও হয়তো অনেককে অবাক করেছে।