টেনিস
Published : 05 Jan 2025, 09:25 PM
প্রথম সেটে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ালেন র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা। ব্রিজবেন ইন্টারন্যাশনালের শিরোপা জিতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখার প্রস্তুতি সারলেন বেলারুশের তারকা।
ফাইনালে রোববার রাশিয়ান কোয়ালিফায়ার পোলিনা কাদারমেতোভার বিপক্ষে ৪-৬, ৬-৩, ৬-২ গেমে জেতেন ২৬ বছর বয়সী সাবালেঙ্কা।
গতবার ব্রিজবেনের ফাইনালে এলেনা রিবাকিনার বিপক্ষে হেরেছিলেন তিনি। পরে তিনি অস্ট্রেলিয়ান ওপেন জেতেন টানা দ্বিতীয়বারের মতো। ১৯৯৭ থেকে ১৯৯৯ পর্যন্ত মার্টিনা হিঙ্গিসের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের হাতছানি তার সামনে।
মেলবোর্ন পার্কে আগামী রোববার শুরু হবে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম।
চোটে ফাইনাল থেকে সরে দাঁড়ালেন ওসাকা
পেটের চোটের কারণে অকল্যান্ড ক্ল্যাসিকের ফাইনাল থেকে সরে দাঁড়িয়েছেন চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাওমি ওসাকা।
তিন বছরের মধ্যে প্রথমবার ডব্লিউটিএ ফাইনালে উঠে ডেনমার্কের ক্লারা তাউসনের বিপক্ষে প্রথম সেটে ৬-৪ ব্যবধানে এগিয়ে যান জাপানের এই তারকা। কিন্তু পেটের সমস্যায় ফিজিওকে ডাকতে হয় তার। ট্রেনারের সঙ্গে আলোচনার পর প্রতিপক্ষের সঙ্গে হাত মেলান তিনি।
ওসাকা সরে দাঁড়ানোয় ক্যারিয়ারে তৃতীয় এবং ২০২১ সালের পর প্রথম শিরোপা জেতেন তাউসন।
অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন ক্রেইচিকোভা
গতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন বারবোরা ক্রেইচিকোভা খেলতে পারবেন না আসছে অস্ট্রেলিয়ান ওপেনে। পিঠের চোট থেকে এখনও সেরে ওঠেননি দুইবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী চেক রিপাবলিকের এই খেলোয়াড়।