বাংলাদেশ প্রিমিয়ার লিগ
Published : 16 May 2025, 08:26 PM
শিরোপা স্বপ্ন গুঁড়িয়ে গেছে আগেই, এখন বসুন্ধরা কিংসের চাওয়া যতটা সম্ভব ভালোভাবে মৌসুম শেষ করা। তাদের সেই লক্ষ্যও ধাক্কা খেয়েছে এবার। বিবর্ণ মৌসুমে এবার পুলিশ এফসির কাছে হেরে গেছে তারা।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার পুলিশের বিপক্ষে ১-০ গোলে হারে কিংস। ৪৯তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন দীপক রায়।
এ নিয়ে চলতি লিগে চতুর্থ হারের তেতো স্বাদ পেল ভ্যালেরি তিতের দল। ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয় স্থানে, শীর্ষে থাকা মোহামেডানের সাথে তাদের ব্যবধান ১৩ পয়েন্টের। লিগের বাকি আর তিন রাউন্ডের খেলা।
গোলশুন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় পুলিশ এফসি। ম্যাথিউজ বাবলুর শট মেহেদী হাসান শ্রাবণ ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি, ফিরতি শট অনায়াসে জালে জড়িয়ে দেন ফাঁকায় থাকা দীপক।
৫৬তম মিনিটে মজিবুর রহমান জনির শট, এরপর রাকিব হাসানের শট ফেরান পুলিশ গোলকিপার রাকিবুল তুষার।
৭৬তম মিনিটে আবু সাইদের ফ্রি কিক রক্ষণ দেয়াল পেরিয়ে, মেহেদীর গ্লাভস এড়িয়ে ক্রসবার কাঁপায়। তাতে ব্যবধান দ্বিগুণ করে নিতে পারেনি পুলিশ এফসি।
৮৮তম মিনিটে ইনসান আলি দারুণ স্লাইডে বল জালে জড়ালেও অফসাইডের কারণে হয়নি গোল। হতাশায় মুখ ঢাকেন এই ফরোয়ার্ড। হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে কিংস।
সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে পুলিশ উঠে এসেছে পঞ্চম স্থানে।
দিনের অন্য ম্যাচে, গাজীপুরে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রদার্স ইউনিয়ন। ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গোপীবাগের দলটি আছে চতুর্থ স্থানে। ১৬ পয়েন্ট নিয়ে ফকিরেরপুল আছে অষ্টম স্থানে।