স্প্যানিশ ফুটবল
Published : 21 May 2025, 07:39 PM
কাঁধের চোট থেকে সেরে উঠতে ক্লাব বিশ্বকাপের পর অস্ত্রোপচার করাবেন জুড বেলিংহ্যাম। এতে নতুন মৌসুমের শুরুর কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন রেয়াল মাদ্রিদের এই ইংলিশ মিডফিল্ডার।
২০২৩ সাল থেকে কাঁধের চোট ভোগাচ্ছে বেলিংহ্যামকে। বিবিসির খবর, এই সমস্যা থেকে ‘মুক্তি দিতে’ যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপের আসর শেষ হওয়ার পর ২১ বছর বয়সী তারকার অস্ত্রোপচার করাবে রেয়াল।
ক্লাব ও জাতীয় দলের খেলার সময় কাঁধে স্ট্র্যাপ লাগিয়ে খেলেন বেলিংহ্যাম। রায়ো ভাইয়েকানোর বিপক্ষে কাঁধে চোট পাওয়ার পর রেয়াল ও ইংল্যান্ডের হয়ে প্রাথমিকভাবে দুটি ম্যাচে খেলতে পারেননি তিনি।
নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ হবে ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত। এতে খেলার পর পুরো প্রাক মৌসুম বাইরে থাকবেন বেলিংহ্যাম। নতুন মৌসুমের অন্তত প্রথম ছয় সপ্তাহ বাইরে থাকতে হতে পারে তাকে। সেক্ষেত্রে সেপ্টেম্বরে অ্যান্ডোরা ও সার্বিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ খেলা হবে না তার।
জুনে অ্যান্ডোরার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ও সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবে ইংল্যান্ড। আগামী শুক্রবার এই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করবেন কোচ টমাস টুখেল। সেখানে ক্লাব বিশ্বকাপে খেলার সম্ভাবনায় থাকায় ফুটবলাররা থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
রেয়ালে নিজের প্রথম মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন বেলিংহ্যাম। ৪৩ ম্যাচে ২৩ গোল করে এতে বড় ভূমিকা রাখেন তিনিও। চলমান মৌসুমে এখন পর্যন্ত ৫২ ম্যাচে করতে পেরেছেন কেবল ১৪ গোল।