Published : 11 Jun 2025, 08:20 AM
ক্লাব বিশ্বকাপের আগে দলবদলের ছোট্ট উইন্ডো কাজে লাগাল ম্যানচেস্টার সিটি। পাঁচ বছরের চুক্তিতে অলিম্পিক লিও থেকে অ্যাটাকিং মিডফিল্ডার হায়ান শের্কিকে দলে নিয়ে এলো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
এক বিবৃতিতে মঙ্গলবার শের্কির দলবদলের খবর দেয় সিটি। তবে ২১ বছর বয়সী ফরাসি খেলোয়াড়ের জন্য কত খরচ হয়েছে জানায়নি তারা। ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, পেপ গুয়ার্দিওলার দলের খরচ হয়েছে ৪ কোটি ইউরোর আশেপাশে।
লিঁওর হয়ে ২০২৪-২৫ মৌসুমই শের্কির সেরা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিনি করেছেন ১২ গোল, অবদান রেখেছেন ২০ গোলে।
সিটিতে যোগ দিতে পারার উচ্ছ্বাস স্পষ্ট শের্কির বিবৃতিতে।
“এটা আমার জন্য স্বপ্ন। সত্যিই, ম্যানচেস্টার সিটির মতো একটা ক্লাবে যোগ দেওয়া এবং ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপ এখানে ফেলার সুযোগ পাওয়া খুব, খুব বিশেষ কিছু।”
“জীবনজুড়েই আমি কঠোর পরিশ্রম করছি। এই খেলাটা ভালোবাসি এবং এখানে এই ম্যানচেস্টারে পেপ (গুয়ার্দিওলা) ও তার স্টাফদের সঙ্গে নিজের খেলার উন্নতির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।
সদ্য সমাপ্ত নেশন্স লিগ দিয়ে ফ্রান্সের হয়ে অভিষেক হয় শের্কির। অ্যাটাকিং মিডফিল্ডার ও রাইট উইঙ্গার হিসেবে খেলতে পারেন তিনি।
আগামী বুধবার উইদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু করবে সিটি। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ আল-আইন ও ইউভেন্তুস।