ফিফা র্যাঙ্কিং
Published : 12 Jun 2025, 05:11 PM
শক্তিশালী ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ।
সবশেষ জর্ডান সফরে নিজেরে প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। পরের প্রীতি ম্যাচে স্বাগতিক জর্ডানের সঙ্গে ২-২ ড্র করে পিটার জেমস বাটলারের দল।
বুধবার ফিফার হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে এই দুই ড্রয়ের প্রভাব পড়েছে, পাঁচ ধাপ এগিয়ে ১৩৩ থেকে ১২৮তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। প্রভাব পড়েছে ইন্দোনেশিয়া, জর্ডানের র্যাঙ্কিংয়েও। দুটি দলই এক ধাপ পিছিয়েছে, জর্ডান এখন ৭৫তম, ইন্দোনেশিয়া ৯৫তম।
২০১৯ সালের পর র্যাঙ্কিংয়ে এটাই বাংলাদেশের সবচেয়ে উপরে উঠে আসা। ওই বছর জুলাইয়ে ১৩০তম স্থানে ছিল দল।
র্যাঙ্কিংয়ে সেরা তিনে কোনো পরিবর্তন আসেনি। যুক্তরাষ্ট্র শীর্ষেই আছে। পরের দুই ধাপে আছে স্পেন ও জার্মানির নারী ফুটবল দল। ব্রাজিল চার ধাপ এগিয়ে উঠে এসেছে চতুর্থ স্থানে।
এই জুনের শেষ দিকে উইমেন’স এশিয়ান কাপের বাছাই খেলতে মিয়ানমারে যাবে বাংলাদেশ। সেখানে বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে লড়বে মেয়েরা। বাছাইয়ের পরীক্ষায় নামার আগে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বাড়াবে ঋতুপর্না-আফঈদাদের।