চ্যাম্পিয়ন্স লিগ
Published : 31 May 2025, 04:23 PM
মৌসুমের প্রথমভাগের ব্যর্থতা মুছে যে দুর্দান্ত পথচলায় এগিয়ে চলেছে পিএসজি, সেটারই শেষ প্রান্তে এসে নতুন ইতিহাস গড়ার সুযোগ তাদের সামনে। ক্লাবের সুদীর্ঘ ইতিহাসে কোনো দল যা পারেনি, উসমান দেম্বেলেদের সেই অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কোচ লুইস এনরিকে।
প্রথমবার ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে শনিবার প্রতিযোগিতাটির ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে পিএসজি। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।
পাঁচ বছর আগে ২০১৯-২০ আসরের ফাইনালেও উঠেছিল প্যারিসের দলটি; কিন্তু সেবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে গিয়েছিল তারা। পিএসজির এখনকার অধিনায়ক মার্কিনিয়োস ওই পরাজিত দলেও ছিলেন। সেই কষ্টে এবার যেকোনো মূল্যে প্রলেপ দিতে মরিয়া ব্রাজিলিয়ান তারকা। দলকে দিয়েছেন সেই বার্তা।
আগের দিন সংবাদ সম্মেলনে কোচ লুইস এনরিকেও দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নতুন গল্প লেখার।
“যখন আপনি কোনো ইতিহাস লিখবেন, এর অর্থ হলো পূর্বে আপনার ক্লাবের কেউ এটা করতে পারেনি। খেলোয়াড়দের মানসিকতায় আমি মুগ্ধ। আমরা যেখানে থাকতে চেয়েছিলাম, সেখানেই আছি, তবে এখন আমরা যতটা সম্ভব শক্তিশালী হতে চাই এবং আগামীকাল জিততে চাই।”
“আমাদের এই যাত্রাপথ অনেক কঠিন ছিল, অনেক দীর্ঘ ও প্রতিকূলতায় ভরা। তবে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো, এই পর্যন্ত আসতে প্রতিযোগিতার শুরুর দিকে আমাদের অনেক ভুগতে হয়েছে, সেটাই হয়তো আমাদের (দৃঢ় হতে) সাহায্য করেছে।”
ইউরোপ সেরা প্রতিযোগিতাটি এবারই প্রথম ৩৬ দলের অংশগ্রহণে হচ্ছে। নতুন সংস্করণের আসরে প্রাথমিক পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়ে গিয়েছিল পিএসজি। প্রথম পাঁচ ম্যাচের মাত্র একটিতে জিততে পেরেছিল তারা, বাকি চারটির তিনটিতে হেরেছিল ও একটি ড্র করেছিল।
সেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে, প্রাথমিক পর্বে শেষ তিন ম্যাচ জিতে, নকআউটের প্লে-অফে ব্রেস্তকে দুই লেগ মিলিয়ে ১০-০ গোলে গুঁড়িয়ে শেষ ষোলোয় ওঠে লুইস এনরিকের দল। এরপর, একে একে লিভারপুল, অ্যাস্টন ভিলা ও আর্সেনালকে হারিয়ে ফাইনালে ওঠে তারা।
তাদের প্রতিপক্ষ ইন্টার মিলানের তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিজ্ঞতা আছে, যদিও সবশেষ তারা শিরোপাটি জিতেছিল ২০০৯-১০ আসরে।
সেখানে পিএসজি এই ট্রফি উঁচিয়ে ধরতে পারেনি একবারও, এই নিয়ে কেবল দ্বিতীয়বার ফাইনাল খেলছে তারা। তারপরও, অনেকের চোখে আসছে শিরোপা লড়াইয়ে তারাই ফেভারিট।
পেছনের খুব কঠিন সময় উৎরে আসার মধ্য দিয়েই তার দল আরও শক্তিশালী এবং ফাইনালের জন্য আরও বেশি প্রস্তুত হয়ে উঠেছে বলে বিশ্বাস করেন বার্সেলোনার হয়ে ২০১৫ সালে এই শিরোপা জেতা এনরিকে।
“এই প্রতিযোগিতায় আগেও আমাদের ‘কিছু ফাইনাল’ খেলতে হয়েছে…তবে আমরা কখনোই ভয় পাইনি এবং আগামীকালও পাব না।”
আরও পড়ুন :
স্বপ্ন ছোঁয়ার দ্বিতীয় সুযোগ কিছুতেই হারাতে রাজি নন মার্কিনিয়োস
দেম্বেলের মনের কোণে ব্যালন দ’র, ভাবনায় শুধুই চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি