এশিয়ান কাপ বাছাই
Published : 06 Jun 2025, 08:39 PM
প্রীতি ম্যাচে মালদ্বীপরে জালে হেডে গোল করেছেন ইখসান ফান্ডি। প্রতিপক্ষ দলের ছয় ফুট লম্বা এই ফরোয়ার্ড যে আসছে ম্যাচে বাংলাদেশের দুর্ভাবনার কারণ হতে পারেন, তা মানছেন শোমিত সোম। কানাডা প্রবাসী এই মিডফিল্ডার অবশ্য প্রত্যয়ী কণ্ঠে জানালেন, সিঙ্গাপুরের ফরোয়ার্ডকে আটকানোর কৌশল রপ্ত করছেন তারা।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে মঙ্গলবার সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ জিতলে হাভিয়ের কাবরেরার দলের সামনে সুযোগ থাকবে গ্রুপ টেবিলে শীর্ষে ওঠার। গত মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বাছাই শুরু করেছিল বাংলাদেশ।
ভরতের বিপক্ষে ড্রয়ের আত্মবিশ্বাস বাংলাদেশ আরও বাড়িয়ে নিয়েছে বুধবারের প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে। ওই দিনই লম্বা ভ্রমণ শেষে কানাডা থেকে ঢাকায় ফেরায় মাঠে নামা হয়নি শোমিতের। তবে ভিআইপি বক্সে বসে যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে ম্যাচ উপভোগ করেন তিনি। ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার এখন লাল-সবুজের জার্সিতে খেলার অপেক্ষায়।
“আমি স্রেফ রোমাঞ্চ নিয়ে খেলার জন্য অপেক্ষা করছি। (ভুটানের বিপক্ষে) খেলা দেখেছি, কত সমর্থক মাঠে এসেছিল, দল ভালো করেছে (ভুটানের বিপক্ষে), আশা করি, আমরা একই জিনিস করতে পারব সিঙ্গাপুরের বিপক্ষে। ভালো খেলতে চাই। আমাদের টিম কম্বিনেশন ভালো।”
“দল সব দিক থেকেই শক্তিশালী। ভারসাম্য আছে। শক্তি সব জায়গাতেই। আমার খুব ভালো লেগেছে মিডফিল্ড। সবশেষ ম্যাচে হামজা (চৌধুরী), সোহেল (রানা) ভাই, জামাল (ভূঁইয়া) সবাই খুব ভালো খেলেছে। রক্ষণ খুব ভালো করেছে, ভুটানকে কোনো সুযোগ দেয়নি। মোটামুটি সবাই খুব ভালো অবস্থায় আছে। আমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ, সিঙ্গাপুর একটু কঠিন প্রতিপক্ষ।”
মালদ্বীপের বিপক্ষে সিঙ্গাপুরের ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে ফান্ডির মতো জালের দেখা পেয়েছেন আমিরুল আদলি, আহমেদ রিজুভান। তবে জাতীয় দলের হয়ে ২০ গোল করা ফান্ডিকেই মূল হুমকি মানছেন শোমিত। জাতীয় স্টেডিয়ামে শুক্রবার অনুশীলন শুরুর আগে বলে গেলেন, আঘাত করার জন্য প্রতিপক্ষের দুর্বল জায়গাও খুঁজছেন তারা।
“ওকে নিয়ে একটু প্রস্তুতি হচ্ছে, ও যেহেতু সিঙ্গাপুরের মূল খেলোয়াড় এবং আমাদের মূল হুমকি, সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সে আমাদের বিপক্ষে কী করতে পারে… বিষয়টা আমাদের ভাবনায় আছে। ডিফেন্স নিয়ে.. আমরা কীভাবে ওদেরকে আঘাত করতে পারি, ট্যাকটিক্যাল দিকগুলো দেখছি, ভিডিও দেখছি, রক্ষণে আমরা কিভাবে ওদের আঘাত করতে পারি, সেটা দেখছি।”
“আমার ভূমিকা কি হবে, সেটা নিশ্চিত বলতে পারব না এখন। তবে কোচ আমাকে বিস্তারিত বলেছে, আমার খেলার ধরন কি হবে, আমার কাজ কি হবে, আরও তিন-চারটা দিন সময় আছে, আমাকে অনেক কিছু রিভিউ করতে হবে, ম্যাচ বিশ্লেষণ করছি, তারপর ঠিক করব আমি কীভাবে দলকে সাহায্য করতে পারি।”
বাছাইয়ের মহারণে নামার আগে ভুটান ম্যাচের জয়ে দলের আত্মবিশ্বাস বেড়েছে স্বাভাবিকভাবে। কাভালরি এফসিতে খেলা এই মিডফিল্ডারের মনে হচ্ছে, ওই জয়ে তাদের প্রস্তুতিও হয়েছে ঠিকঠাক।
“হামজা খুব ভালো গোল করছে। দারুণ গোল ছিল। জামাল গোলে অ্যাসিস্ট করেছে। সোহেল ভালো করেছে। এছাড়াও অনেক সুযোগ ছিল। ফাহামিদুল তরুণ, সেও অনেক ভালো পারফরম্যান্স করেছে। দিন শেষে, বাস্তবিক অর্থেই সিঙ্গাপুর ম্যাচের জন্য ভালো প্রস্তুতি ছিল।”