ক্লাব বিশ্বকাপ
Published : 07 Jun 2025, 06:32 PM
যে জল্পনা-কল্পনা চলছিল তাতে নিজেই জল ঢেলে দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা জানালেন, একাধিক প্রস্তাব পেলেও আসন্ন ক্লাব বিশ্বকাপে খেলবেন না তিনি।
৪০ বছর বয়সী রোনালদো এখন খেলছেন আল নাস্রে। চলতি মাস শেষ হলেই সৌদি আরবের ক্লাবটির সঙ্গে শেষ হবে তার চুক্তি।
গত মাসে ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো একাধিক বার বলেন, ক্লাব বিশ্বকাপে খেলবে এমন একটি দলে যোগ দিতে পারেন রোনালদো। এরপর থেকে আশায় বুক বেঁধে ছিলেন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার ভক্তরা। তাতে নিজেই জল ঢেলে দিলেন রোনালদো।
“ক্লাব বিশ্বকাপে আমি খেলব না। কয়েকটি দল আমার সঙ্গে যোগাযোগ করেছিল। কয়েকটি প্রস্তাব ছিল ভাবার মতো, বাকিগুলো নয়। তবে সব কিছু করা সম্ভব নয়। আপনি প্রতিটি বল লুফে নিতে পারবেন না।”
গত মাসে লিগে আল নাস্রের শেষ ম্যাচের পর সামাজিক মাধ্যমে রোনালদো এক পোস্টে লেখেন, অধ্যায় সমাপ্ত। এতে ধারণা তৈরি হয়, নতুন কোনো ক্লাবে যোগ দিতে পারেন তিনি।
আগামী রোববার নেশন্স লিগের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। এর আগের দিন রোনালদো বলেন, তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত ‘প্রায় চূড়ান্ত।’
ম্যানচেস্টার ইউনাইটেড চুক্তি বাতিল করার পর ২০২৩ সালে আল আল নাস্রে যোগ দেন রোনালদো। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১১১ ম্যাচে তিনি করেছেন ৯৯ গোল।
ক্লাব ফুটবলে আরও একটি শিরোপাশূন্য মৌসুম কেটেছে রোনালদোর। তবে আন্তর্জাতিক ফুটবলে একটি শিরোপার হাতছানি তার সামনে। গত বুধবার সেমি-ফাইনালে জার্মানির বিপক্ষে দলের ২-১ ব্যবধানে জয়ে একটি গোল করেন পর্তুগাল অধিনায়ক।