ক্লাব বিশ্বকাপ
Published : 24 Jun 2025, 04:29 PM
বৃহৎ পরিসরে নতুন আঙ্গিকের ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে এমনিতেই আলোচনা-সমালোচনার কমতি নেই। তারওপর কয়েকটি ভেন্যু-শহরের অত্যধিক তাপমাত্রা ফুটবলারদের জন্য কাজটা আরও কঠিন করে তুলেছে। চেলসি কোচ এন্টসো মারেস্কা যেমন বলছেন, এত গরমে খেলা প্রায় অসম্ভব।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল অঞ্চলের শহরগুলোয় প্রচণ্ড গরম সহ্য করতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। সেখানে বিশেষ করে ইউরোপের দলগুলোর কোচ-খেলোয়াড়দের জন্য সবকিছু আরও কঠিন হয়ে উঠেছে।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দে তুনিসের মুখোমুখি হবে চেলসি। ম্যাচটি যেখানে মাঠে গড়াবে, সেই ফিলাডেলফিয়াতেও অত্যধিক তাপমাত্রা।
বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত হবে ম্যাচটি। কিন্তু আগের দিন গরমের কারণে ঠিকমতো অনুশীলন করতে পারেনি চেলসি। সংবাদ সস্মেলনে সেই কথাই বললেন মারেস্কা।
“এমন আবহাওয়ার কারণে পুরো সেশন অনুশীলন করাটা প্রায় অসম্ভব। আমরা ম্যাচের জন্য শক্তি বাঁচানোর চেষ্টা করছি। সকালের সেশন খুব ছোট ছিল, কেবল আগামীকালকের পরিকল্পনা নিয়ে, এতটুকুই। এর চেয়ে বেশি নয়।”
“এই তাপমাত্রায় এটা সহজ নয়। তবে টুর্নামেন্টের পরের ধাপে উঠতে আগামীকাল আমরা আমাদের সেরাটা দিব।”
এখন পর্যন্ত টুর্নামেন্টের প্রায় প্রতি ম্যাচেই দুই অর্ধে কুলিং ব্রেক দিতে দেখা গেছে। তারপরও খেলোয়াড়দের জন্য সবকিছু স্বাভাবিকের চেয়ে খুবই ক্লান্তিকর ও অসহনীয় হয়ে উঠছে। মারেস্কার কথাতেও সেটা পরিষ্কার।
সোমবার ফিলাডেলফিয়ার তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। এই শহরের পাবলিক হেলথ ডিপার্টমেন্ট বুধবার সন্ধ্যা পর্যন্ত ‘হিট এমার্জেন্সি’ ঘোষণা করেছে।
প্রথম দুই ম্যাচের একটিতে জিতে ৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের দুইয়ে আছে চেলসি। সমান পয়েন্ট নিয়ে তিনে তুনিস।
৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ফ্ল্যামেঙ্গো আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে।