বাংলাদেশ প্রিমিয়ার লিগ
Published : 20 May 2025, 07:41 PM
ভারি বর্ষণে খেলা শুরু হলো নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পর। ১৬ মিনিট খেলা হওয়ার পর বাধল নতুন বিপত্তি। কালো মেঘে ঢেকে গেল কুমিল্লার আকাশ, মাঠেও নেমে এলো আঁধার। শেষ পর্যন্ত আলোকস্বল্পতায় মোহামেডান ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির ম্যাচ স্থগিত হয়ে গেল।
গত এপ্রিলে ময়মনসিংহে আলোকস্বল্পতায় আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যকার ফেডারেশন কাপের ফাইনাল অতিরিক্ত সময়ে এসে ‘স্থগিত’ হয়ে গিয়েছিল। একই ঘটনা এবার ঘটল বাংলাদেশ প্রিমিয়ার লিগে।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচটি স্থগিত হয়ে যাওয়ার আগে স্কোরলাইন ছিল ২-১। প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পর মোহামেডানের এটাই ছিল প্রথম ম্যাচ। চ্যাম্পিয়ন দলটি পেয়েছিল দাপুটে শুরু।
ঘড়ির কাঁটায় ১ মিনিট ৪৭ সেকেন্ড, ডান দিক দিয়ে আক্রমণে উঠে নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন সুলেমানে দিয়াবাতে। এগিয়ে যায় মোহামেডান।
পঞ্চম মিনিটে মোজ্জাফ্ফর মোজাফ্ফরভের পাস ধরে ডান দিয়ে আক্রমণে উঠে একই ভাবে ব্যবধান দ্বিগুণ করেন এমানুয়েল সানডে।
দশম মিনিটে জীবনের ক্রসে স্যামুয়েল বোয়াটেংয়ের হেড লাফিয়ে ওঠা গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়ায় জালে। ম্যাচে ফেরার উপলক্ষ্য পেয়ে যায় রহমতগঞ্জ।
১৬ তম মিনিটের খেলা চলাকালে আচমকাই প্রচণ্ড ঘন কালো মেঘে মাঠে আঁধার নেমে আসে। খেলা বন্ধ করে দেন রেফারি। দুই দলের খেলোয়াড়দের সাথে কথা বলেন রেফারি। এরপর মাঠ ছাড়েন সবাই। শেষ পর্যন্ত ম্যাচটি স্থগিত হয়ে যায়।
মঙ্গলবার যেখানে শেষ হয়েছে খেলা, বুধবার দুপুর ১টায় একই ভেন্যুতে সেখান থেকেই শুরু হবে ম্যাচটি।
এদিকে গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে কর্দমাক্ত মাঠে ৯ গোলের ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৭-২ ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। দলের জয়ে হ্যাটট্রিকসহ চার গোল উপহার দিয়েছেন রাকিব হোসেন। জালের দেখা পেয়েছেন আসরোর গফুরভ, ফয়সাল আহমেদ ফাহিম ও রফিকুল ইসলাম।
চলতি মৌসুমে এটিই সবচেয়ে বড় স্কোরলাইনের ম্যাচ।
দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।