Published : 02 Jun 2025, 04:15 PM
প্লে-অফের ফাইনালে স্পেৎসিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয়ে দুই মৌসুম পর সেরি আয় ফিরেছে ক্রেমোনেস।
ফাইনালের প্রথম লেগ গোলশূন্য ড্রয়ের পর, রোববার রাতে মানুয়েল দে লুকার দুটি ও মিচেলে কলোসলোর এক গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ক্রেমোনেস। শেষ দিকে স্পেৎসিয়া দুই মিনিটে দুটি গোল শোধ করলেও, ক্রেমোনেসের পথে শেষ পর্যন্ত বাধা আর হতে পারেনি তারা।
ফলে আগামী মৌসুমেও সেরি বি-তে থেকেই খেলবে স্পেৎসিয়া।
২০২২-২৩ মৌসুমে এই দুই দলই সেরি আয় ছিল; কিন্তু ওই মৌসুমে একই সঙ্গে দ্বিতীয় স্তরে নেমে যায় তারা।