চ্যাম্পিয়ন্স লিগ
Published : 07 May 2025, 04:57 PM
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে দুটি অবিশ্বাস্য ফ্রি-কিকে আর্সেনালের ভাগ্য গড়ে দেওয়া ডেকলান রাইস এমন জাদুকরি মুহূর্ত উপহার দিতে চান আরও। পিএসজির মাঠে ফাইনালে ওঠার শেষ লড়াইয়ে তেমনই বিশেষ কিছু করার আশায় আছেন ইংলিশ ক্লাবটির এই মিডফিল্ডার।
ঘরের মাঠে সেমি-ফাইনালের প্রথম লেগ ১-০ গোলে হেরে পিছিয়ে আছে আর্সেনাল। ফাইনালে উঠতে ফিরতি লেগে জয়ের বিকল্প নেই তাদের সামনে। প্যারিসে জিততে হলে দলের কাউকে না কাউকে ঘোরলাগা কিছু করতে হবে বলে মনে করছেন রাইস।
বাংলাদেশ সময় বুধবার রাত একটায় শুরু হবে দুই দলের মাঠের লড়াই।
শেষ আটে আর্সেনালের প্রতিপক্ষ ছিল চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৫টি শিরোপা জয়ী রেয়াল মাদ্রিদ। তাদেরকে দুই লেগেই হারিয়ে সেমি-ফাইনালে জায়গা করে নেয় লন্ডনের দলটি।
শেষ আটের প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে রেয়ালকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আর্সেনাল। যার পুরো কৃতিত্ব রাইসের। তার চোখধাঁধানো দুটি ফ্রি-কিকে পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্প্যানিশ ক্লাবটি। পরে সান্তিয়াগো বের্নাবেউয়েও স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে দেয় আর্সেনাল।
শেষ চারের প্রথম লেগেও দারুণ লড়াই করে আর্সেনাল। কিন্তু ম্যাচের শুরুতে উসমান দেম্বেলের করা গোলটি শোধ করতে পারেনি তারা। ফিরতি লেগ প্রতিপক্ষের মাঠে হওয়ায় স্বাভাবিকভাবেই বাড়তি চাপে থাকবে দলটি।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রাইস বলেন, ফাইনালে উঠতে রেয়াল ম্যাচের মতো আবারও জাদুকরি কিছু মুহূর্ত উপহার দিতে হবে তাদের।
“আমার মনে হয়, কোচ এগুলাকে জাদুকরি মুহূর্ত বলেন। তিনি সবসময় এসব মুহূর্ত নিয়ে কথা বলেন, কেউ একজন এমন জাদুকরি কিছু করে দেখাবে।”
“রেয়াল মাদ্রিদের বিপক্ষে ওই ম্যাচে আমি অবিশ্বাস্য দুটি ফ্রি কিক নিতে পেরেছিলাম। কিন্তু আগামীকাল (বুধবার) রাতে, সেমি-ফাইনালের জন্য, হয়তো অন্য কেউ তেমন জাদুকরি মুহূর্ত পেতে পারে। আশা করি, আবারও সেই মানুষটি আমি হবো। ম্যাচ জিততে জাদুকরি মুহূর্ত প্রয়োজন। আমরা আগামীকাল স্পেশাল কিছু করতে পারব বলে আশাবাদী।”
চ্যাম্পিয়ন্স লিগে প্রথম শিরোপার খোঁজে আছে আর্সেনাল ও পিএসজি। দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে ওঠার জন্যও লড়ছে দুই দল।
২০০৬ সালে প্রথমবার ফাইনাল খেলা আর্সেনাল ২-১ গোলে হেরে গিয়েছিল বার্সেলোনার বিপক্ষে। আর ২০২০ সালের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরে স্বপ্ন ভেঙেছিল পিএসজির।