বিশ্বকাপ বাছাই
Published : 11 Jun 2025, 02:29 PM
মাত্র একটি সুযোগই কাজে লাগাতে পারলেন ভিনিসিউস জুনিয়র। সেটাই যথেষ্ট হলে ব্রাজিলের জয় পাওয়ার জন্য। বিশ্বকাপ বাছাইয়ের বৈতরণীও প্যারাগুয়েকে হারিয়ে পেরিয়ে গেল রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলকে কাঙিক্ষত জয় এনে দিতে পেরেই খুশি ভিনিসিউস। আপাতত অন্য কোনো কিছু নয়, উদযাপনের আবহেই থাকতে চান তিনি।
২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে বাংলাদেশ সময় বুধবার সকালে প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় ব্রাজিল। করিন্থিয়ান্স অ্যারেনায় প্রথমার্ধে রেয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউসের করা গোলটিই শেষ পর্যন্ত গড়ে দেয় ম্যাচের ভাগ্য।
যদিও আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল সুযোগ তৈরি করেছিল বেশ কয়েকটি। তার মধ্যে মাত্র একটিই কাজে লাগাতে পারেন ভিনিসিউস। উইং দিয়ে ভীতি ছড়ানো রাফিনিয়া ৪৪তম মিনিটে তিন জনের চ্যালেঞ্জের মুখে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ছুটে গিয়ে বল ধরে বাইলাইন থেকে কাটব্যাক করেন কুইয়া। প্রয়োজনীয় টোকা দিতে কোনো ভুল করেননি ভিনিসিউস।
বাকিটা সময় এই গোল আগলে রেখে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ২৫ পয়েন্ট নিয়ে নিশ্চিত করে ২০২৬ বিশ্বকাপে খেলা।
ম্যাচে দলের পারফরম্যান্সে শতভাগ খুশি না হলেও ভিনিসিউস আপাতত এই জয়ের উৎসবে মজে থাকতে চান।
“বিশ্বকাপে কোয়ালিফাই করতে জয় প্রয়োজন ছিল আমাদের। এখন কাজ করার জন্য কোচ সময় পাবেন। অবশ্যই, এদিনের পারফরম্যান্স আমাদের সেরা পারফরম্যান্সগুলোর একটি ছিল না, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সবসময়ই জেতা। এখন সময় কোয়ালিফাই করার উপলক্ষ উদযাপন করার।”
নতুন কোচ কার্লো আনচেলত্তির কোচিংয়ে ব্রাজিলের প্রথম জয় এটি।
বুধবার ভোরেই কলম্বিয়ার বিপক্ষে ১-১ ড্র করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত করা লিওনেল স্কালোনির দল ৩৫ পয়েন্ট লিগে বাছাইয়ের টেবিলে আছে শীর্ষে।