Published : 01 Jun 2025, 05:34 PM
ম্যানচেস্টার ইউনাইটেডে নিজেকে হারিয়ে ফেলার পর, যে ঠিকানায় এসে ‘নিজেকে ফিরে পেয়েছিলেন’ আন্তোনি, সেই রেয়াল বেতিস থেকেও বিদায় নিতে হচ্ছে তার। ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার পথে স্প্যানিশ ক্লাবটির সবাইকে ধন্যবাদ জানালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
আলোড়ন তুলে ২০২২ সালে আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি দিলেও, সেখানে নিজের সামর্থ্যের ছাপ রাখতে পারেননি আন্তোনি। সময়ের সঙ্গে তার ওপর আস্থা হারিয়ে ফেলেন ইউনাইটেডের ওই সময়ের কোচ এরিক টেন হাগ।
এরপর হুবেন আমুরির সময় তো প্রায় আড়ালেই পড়ে যান তিনি। ছড়িয়ে পড়ে কোচের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েনের কথাও। সব মিলিয়ে, ম্যানচেস্টার ইউনাইটেডে মাঠের ভেতর ও বাইরে কঠিন সময় কাটে আন্তোনির। দুঃসহ সেই অভিজ্ঞতার কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। ওই সময় নাকি ফুটবল খেলার ইচ্ছাই চলে গিয়েছিল তার।
দমবন্ধ সেই সময় থেকে মুক্তি পান আন্তোনি গত জানুয়ারিতে, রেয়াল বেতিসে মৌসুমের বাকি অংশের জন্য ধারে যোগ দেওয়ার পর। সেখানে গিয়েই নিজেকে খুঁজে পান তিনি। প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্সে হন ম্যাচ-সেরা। পরের ম্যাচে পেয়ে যান প্রথম গোলও। এরপর কেবলই এগিয়ে চলার পালা।
সব মিলিয়ে রেয়াল বেতিসের হয়ে ২৬ ম্যাচ খেলে ৯টি গোল করেছেন আন্তোনি। গত বুধবার উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে চেলসির বিপক্ষে ৪-১ গোলে হারের ম্যাচটিই হয়ে রইল এখানে তার শেষ।
শেষ ম্যাচটা সুখকর না হলেও, বেতিসে যা কিছু পেয়েছেন তাতেই ভীষণ খুশি আন্তোনি। সেই এই অধ্যায়ের এবার শেষ হচ্ছে। ছয় মাসের ধারের চুক্তি শেষে বিদায়বেলায় এখানকার কোচ-সতীর্থসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইন্সটাগ্রামে বার্তা দিয়েছেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড।
“আজ আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের জন্য কৃতজ্ঞতা জানানোর দিন। এই ক্লাবে প্রথম পা ফেলার সময় থেকেই আমি ভিন্ন কিছু অনুভব করেছি। মনে হয়েছিল যেন নিজের বাড়িতে ফিরেছি, নিজের একটা অংশকে খুঁজে পাওয়ার অনুভূতি হয়েছিল, যেটা ভেবেছিলাম হারিয়ে গেছে। তোমাদের সঙ্গে, আমি আবার হাসতে শুরু করেছিলাম।”
“আমাকে নিজেদের একজন হিসেবে গ্রহণ করায় ধন্যবাদ। ধন্যবাদ আমাকে আমার ফুটবলার খেলার আনন্দ ফিরিয়ে দেওয়ার জন্য। এই খেলাটির সঙ্গে কেন আমি প্রেমে পড়েছিলাম, সেটা স্মরণ করিয়ে দেওয়ার জন্যও ধন্যবাদ। আমার বাড়ি, আমার মানুষজন, অনেক ধন্যবাদ।”
জোর গুঞ্জন শোনা যাচ্ছে, দলকে নতুন রূপে গড়তে এবার অনেক খেলোয়াড়কে ছেড়ে দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। ইএসপিএনের খবর, আসছে গ্রীষ্মের দলবদলে আন্তোনি ছাড়াও মার্কাস র্যাশফোর্ড, জেডন স্যানচো ও আলেহান্দ্রো গার্নাচোকে বিক্রি করে দেবে ক্লাবটি।