আর্জেন্টাইন ফুটবল
Published : 31 Jul 2024, 07:10 PM
ক্যারিয়ারের শেষটা শৈশবের ক্লাবে করতে চেয়েছিলেন আনহেল দি মারিয়া। কিন্তু নিজের জন্মশহর রোসারিওতেই তার পরিবার মৃত্যুর হুমকি পাওয়ায় পুরোনো পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হচ্ছেন আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার।
অনেক আগে থেকেই দি মারিয়া বলে আসছেন, শৈশবের যে ক্লাবে তার পেশাদার ফুটবলে পথচলা শুরু, সেই রোসারিও সেন্ত্রালে খেলেই বুটজোড়া তুলে রাখতে চান তিনি। কিন্তু বিরূপ পরিস্থিতিতে সেটা যে আর হচ্ছে না, তা এখন প্রায় নিশ্চিত।
ঘটনার শুরু গত মার্চে। দেশে গেলে দি মারিয়া যেখানে থাকেন, রোসারিওর সান্তা ফে প্রদেশের সেই বাড়ির দরজায় কালো প্লাস্টিকের একটি ব্যাগ ছুড়ে দেয় সন্ত্রাসীরা। তার ভেতরে দেওয়া চিরকুটের বার্তায় এই তারকাকে রোসারিওতে ফিরতে নিষেধ করা হয়।
তদন্তের পর দেশটির কর্তৃপক্ষ জানায়, নিজেদের শক্তির জানান দিতেই হয়তো কোনো সন্ত্রাসী সংগঠন এই কাজ করে থাকতে পারে। সেখানে মাদক কারবারীর ঘটনাকে কেন্দ্র করে দিনে দিনে এসব বেড়েই চলেছে।
এই মাসেই শেষ হওয়া কোপা আমেরিকায় সফল অভিযান দিয়ে জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের ইতি টানেন দি মারিয়া। রেয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, ইউভেন্তুস হয়ে ফের বেনফিকায় এক বছর খেলে ইউরোপীয় ফুটবলে পাঠ চুকানোর ঘোষণা আগেই দিয়েছিলেন তিনি। পরিকল্পনা ছিল রোসিরিওতে ফেরার।
কিন্তু এখন সবকিছু আবার নতুন করে ভাবতে হচ্ছে ৩৬ বছর বয়সী বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে। রোসারিওর একটি টেলিভিশন চ্যানেলকে মঙ্গলবার আবার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন দি মারিয়া, ভয়ে এতদিন সেটা লুকিয়ে রেখেছিলেন তারা।
“আমার বোনের ব্যবসার কেন্দ্রে হুমকি দেওয়া হয়েছিল। একটা বক্সে শুকরের একটি মাথা পাঠানো হয়েছিল যার কপালে ছিল একটি গুলি এবং চিরকুটে লেখা বার্তায় লেখা ছিল, যদি আমি রোসারিও সেন্ত্রালে ফিরি তাহলে পরবর্তী মাথাটা হবে আমার কন্যা পিয়ার।”
“ওই মাসগুলো ছিল ভয়ঙ্কর… আমরা এখন কেবল একটা কাজই করতে পারি যে, (রোসারিওতে ফেরার) স্বপ্নটা সত্যি করতে না পারার কষ্টে আমরা প্রতিদিন কেঁদে সারারাত পার করতে পারি।”
আর্জেন্টিনার সব শহরের মধ্যে রোসারিওতে খুনের হার সবচেয়ে বেশি। সেখানে তাই মৃত্যুর হুমকি একরকম সাধারণ ব্যাপারই বলা যায়। গত বছর হুমকি দেওয়া হয়েছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকেও।