স্প্যানিশ ফুটবল
Published : 10 Feb 2025, 09:42 PM
রেফারিং নিয়ে রেয়াল মাদ্রিদের আনুষ্ঠানিক অভিযোগ দায়েরকে কেন্দ্র করে বেশ কদিন ধরেই তুমুল আলোচনা চলছে স্প্যানিশ ফুটবলে। এবার সেই আলোচনায় যোগ দিয়ে মাদ্রিদের ক্লাবটির কড়া সমালোচনা করেছেন সেভিয়ার সভাপতি হোসে মারিয়া দেল নিদো কারাস্কো। রেয়াল ‘স্প্যানিশ ফুটবলকে ধ্বংস করার চেষ্টা করছে’ বলে অভিযোগ তুলেছেন তিনি।
গত ১ ফেব্রুয়ারি লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে রেয়াল। পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়কে (সিএসডি) একটি খোলা চিঠি পাঠায় ইউরোপের সফলতম ক্লাবটি। সেখানে ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে ‘প্রতারণা’ ও ‘দুর্নীতির’ অভিযোগ আনে তারা।
গত বৃহস্পতিবার লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে বৈঠকে রেয়ালের অভিযোগ প্রত্যাখ্যান করে লিগের অন্যান্য ক্লাব।
লা লিগায় রোববার বার্সেলোনার বিপক্ষে সেভিয়ার ৪-১ গোলে হারের আগে সম্প্রচারক ডিএজেডএন-এর সঙ্গে আলাপে রেয়ালের বিবৃতিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন দেল নিদো কারাস্কো।
“আমাদের দুটি বিষয়ের মধ্যে পার্থক্য করতে হবে: রেফারিং পদ্ধতি ও রেফারিংয়ের কিছু দিক পরিবর্তন করা এবং রেয়াল মাদ্রিদের বিবৃতি।”
“বিষয়টি (রেয়ালের বিবৃতি) অসহনীয় এবং অগ্রহণযোগ্য। এটা রেফারি ও প্রতিযোগিতার সম্মানকে প্রশ্নবিদ্ধ করছে। ফুটবল দুনিয়ার উচিত প্রকাশ্যে এবং আদালতে এমন একটি বিবৃতির নিন্দা করা, যেটি ফুটবলের শুদ্ধতার বিরুদ্ধে যায়।”
এস্পানিওলের বিপক্ষে ম্যাচের দুটি ঘটনা তুলে ধরে রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মধ্যে কথোপকথনের অডিও রেকর্ডিং প্রকাশ করতে বলেছে রেয়াল। রেফারি ব্যবস্থার কাঠামোগত সংস্কারের দাবিও জানিয়েছে তারা।
ম্যাচে রেফারির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রায়ই সমালোচনা করে রেয়াল মাদ্রিদ টিভি। এর মধ্যে গত শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে আতলেতিকোর মাদ্রিদের সঙ্গে রেয়ালের ১-১ ড্র হওয়া ডার্বিও ছিল।
সেভিয়া সভাপতির স্পষ্ট উচ্চারণ, রেফারির সম্মান নিয়ে প্রশ্ন তোলা সহ্য করা হবে না।
“সবচেয়ে বাজে বিষয় হলো, রেয়াল মাদ্রিদ টিভি ব্যবহার করে এবং বিভিন্নভাবে রেয়াল মাদ্রিদ স্প্যানিশ ফুটবল ধ্বংস করার চেষ্টা করছে। রেয়াল মাদ্রিদের মতো একটি ক্লাব আমাদের ধ্বংস করার চেষ্টা করলে আমরা সেটা সহ্য করতে পারি না... প্রথমত, আমরা রেফারিদের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন জানাই। তাদের সম্মান নিয়ে প্রশ্ন তোলা আমরা সহ্য করব না। (রেয়াল মাদ্রিদ) রেফারিদের ওপর চাপ সৃষ্টি করতে চায়, যাতে তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে না পারে।”
মাদ্রিদ ডার্বি ড্রয়ের পর বার্সেলোনার জয়ে জমে উঠেছে লা লিগার শিরোপা লড়াই। শীর্ষ তিন দলের মধ্যে ব্যবধান এখন কেবল ২ পয়েন্টের।