স্প্যানিশ ফুটবল
Published : 19 May 2025, 01:05 AM
লা লিগার শিরোপা জয়ের পর প্রথম খেলতে নেমে তেতো অভিজ্ঞতা হলো বার্সেলোনার। বার বার রঙ পাল্টানো ম্যাচে ভিয়ারেয়ালের বিপক্ষে হেরে গেল হান্সি ফ্লিকের দল।
বার্সেলোনার মাঠে রোববার ৩-২ গোলে জিতেছে ভিয়ারেয়াল। চলতি বছরে লা লিগায় এটাই ফ্লিকের দলের প্রথম হার।
আয়োসে পেরেস শুরুতেই পিছিয়ে যাওয়ার পর লামিনে ইয়ামাল ও ফের্মিন লোপেসের গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে দুই গোলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ভিয়ারেয়াল।
অন্য ম্যাচের ফল পক্ষে আসায় দারুণ এক প্রাপ্তিও ধরা দেয় দলটির হাতে। বার্সেলোনা, রেয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও আথলেতিক বিলবাওয়ের পর ভিয়ারেয়ালেরও পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হলো।
চতুর্থ মিনিটে প্রথম ভালো সুযোগে এগিয়ে যায় ভিয়ারেয়াল। নিকোলাস পেপের কাছ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন পেরেস।
তিন মিনিট পর পায়ের দারুণ কারিকুরিতে ডি বক্সে ঢুকে পড়েন ফের্মিন লোপেস। কিন্তু তরুণ মিডফিল্ডার শেষ পর্যন্ত ঠিকমতো শটই নিতে পারেননি।
দশম মিনিটে তার জোরাল শট ফিরিয়ে ব্যবধান ধরে রাখেন ভিয়ারেয়াল গোলরক্ষক লুইস জুনিয়র। তিন মিনিট পর বাঁকানো শট লক্ষ্যে রাখতে পারেননি ইয়ামাল।
২২তম মিনিটে একটুর জন্য জালের দেখা পাননি রবের্ত লেভানদোভস্কি। এরিক গার্সিয়ার ক্রসে খুব কাছ থেকে পোলিশ স্ট্রাইকারের হেড কর্নারের বিনিময়ে ফেরান লুইস। ১২ মিনিট পর গার্সিয়ার দারুণ হেডও ব্যর্থ করে দেন তিনি।
৩৮তম মিনিটে দুর্দান্ত গোলে সমতা ফেরান ইয়ামাল। শুরুতে শট নিতে চেয়েছিলেন গার্সিয়া। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যেতে যেতে বল ফিরিয়ে দেন তরুণ সতীর্থকে। বল পায়ে একটু এগিয়ে বাঁ পায়ের ট্রেড মার্ক শটে দূরের পোস্ট ঘেঁষে ইয়ামাল খুঁজে নেন জাল।
প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পায়ের কারিকুরিতে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বেরিয়ে যাওয়া ইয়ামালের শট ব্যর্থ হয় ক্রসবারে লেগে। কয়েক সেকেন্ড পরেই অবশ্য গোল পেয়ে যায় বার্সেলোনা। গার্সিয়ার ক্রস ভিয়ারেয়ালের একজন ক্লিয়ার করলে পেয়ে যান লোপেস। ডি বক্সের বাইরে থেকে তরুণ এই মিডফিল্ডার গতিময় শটে খুঁজে নেন জাল।
এগিয়ে থাকার উচ্ছ্বাস নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।
স্বস্তি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরায় ভিয়ারেয়াল। ৫০তম মিনিটে ইয়েরেমি পিনোর রক্ষণ চেরা পাস ধরে ঠাণ্ডা মাথায় ঠিকানা খুঁজে নেন সান্তি কোমেসানা।
একের পর এক আক্রমণে সুযোগ তৈরি করছিল বার্সেলোনা। সেগুলো কাজে লাগাতে পারছিল না স্প্যানিশ চ্যাম্পিয়নরা। অনেকটা খেলার ধারার বিপরীতে ৮০তম মিনিটে এগিয়ে যায় ভিয়ারেয়াল। সের্হি কার্দোনার ক্রসে খুব কাছ থেকে গতিময় শটে মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে পরাস্ত করেন তাহন বুকানন।
বাকি সময়ে চেষ্টা করলেও চলতি বছরে লা লিগায় নিজেদের প্রথম হার এড়াতে পারেনি আগের রাউন্ডে শিরোপা নিশ্চিত করা বার্সেলোনা।
৩৭ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে ৯ জনের সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে ব্যবধান কমিয়েছে রেয়াল মাদ্রিদ। ৩৭ ম্যাচে গত আসরের চ্যাম্পিয়নদের পয়েন্ট ৮১।
পরের তিনটি স্খানে আছে যথাক্রমে আতলেতিকো মাদ্রিদ, আথলেতিক বিলবাও ও ভিয়ারেয়াল।