এশিয়ান কাপ বাছাই
Published : 04 Jun 2025, 06:03 AM
হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম-একে একে সবাই এরই মধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের ক্যাম্পে। বাকি ছিলেন কেবল সামিত সোম। কানাডা প্রবাসী এই মিডফিল্ডার নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছেছেন। বিমানবন্দর থেকে সরাসরি গিয়ে উঠেছেন টিম হোটেলে। তবে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে তার খেলার সম্ভাবনা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
কানাডা থেকে বুধবার সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন সামিত। এদিন সন্ধ্যা ৭টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এ ম্যাচে সামিতের খেলানোর বিষয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা সম্ভাবনার কথা যেমন বলেছিলেন, সতর্ক থাকার কথাও বলেছিলেন।
“যখন আমরা সামিতের কথা ভাবছিলাম, তখনই তাকে দলে তার ভূমিকা সম্পর্কে জানিয়েছি। এসব নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে আমাদের মধ্যে এবং সে সবকিছুর সাথে মানিয়ে নিতে পুরোপুরি তৈরি। তবে, লম্বা ভ্রমণ করে সে আসবে, তাকে নিয়ে আমাদের আরও একটু বেশি সতর্ক হতে হবে। সে যেন দলে এসে সাচ্ছ্বন্দ্যবোধ করে, এজন্য তাকে সাহায্য করতে হবে আমাদের।”
সামিত অবশ্য ঢাকায় পা রেখেই বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য উন্মুখ হয়ে থাকার কথা বলেছেন, “আমি দারুণ রোমাঞ্চিত। সতীর্থদের সাথে সাক্ষাৎ করতে উন্মুখ হয়ে আছি। আমরা কিভাবে খেলতে চাই, এটা নিয়ে কোচের সাথে কথা হয়েছে। এ মুহূর্তে আমি দলের সবার সাথে দেখা করতে, টিমের সাথে থাকতে মুখিয়ে আছি।”
১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। অনাকাঙিক্ষত কিছু না ঘটলে বাছাইয়ের ম্যাচে ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের খেলা নিশ্চিত।
তবে, সিঙ্গাপুর ম্যাচের আগে দলের খেলোয়াড়দের ভুটানের বিপক্ষে ‘গেম টাইম’ দেওয়ার ভাবনাও আছে কাবরেরার। কোচের ভাবনা বাস্তবায়িত হলে লাল-সবুজের জার্সিতে অভিষেকের অপেক্ষা আর দীর্ঘ হবে না সামিতের। ভুটান ম্যাচে কিছুটা সময়ের জন্য হলেও খেলতে দেখা যাবে তাকে।
সামিতের বেড়ে ওঠা কানাডায়, ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে তিনি দুটি ম্যাচও খেলেছেন। ক্লাব ফুটবলে বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলছেন তিনি। এই মিডফিল্ডারকে নিয়ে বাংলাদেশ দলের মাঝমাঠের শক্তি স্বাভাবিকভাবেই বেড়েছে আরও।