চ্যাম্পিয়ন্স লিগ
Published : 27 May 2025, 08:50 PM
নতুন ঠিকানায় যোগ দিতে পারেন সিমোনে ইনজাগি, পাড়ি দিতে পারেন সৌদি আরবে; বিভিন্ন গণমাধ্যমে বেরিয়েছে এমন খবর। এসব উড়ো খবর স্রেফ উড়িয়ে দিয়েছেন ইন্টার মিলান কোচ। তার মতে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে এসব কথা ভাবা পাগলামি ছাড়া কিছু নয়।
২০২১ সালে ইন্টার মিলানের কোচ হিসেবে যোগ দেন ইনজাগি। নিজের প্রথম মৌসুমেই ক্লাবটিকে ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপ জেতান তিনি। গত মৌসুমে তার কোচিংয়ে ইতালির শীর্ষ প্রতিযোগিতা সেরি আর শিরোপা ঘরে তোলে ইন্টার।
এবার অল্পের জন্য লিগ শিরোপা ধরে রাখতে পারেনি ক্লাবটি। তবে দারুণ পথচলায় তারা জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।
ইউরোপ সেরার প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচে আগামী শনিবার ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে ইন্টার। ইনজাগির কোচিংয়ে তিন বছরের মধ্যে দ্বিতীয়বার ফাইনালে খেলতে যাচ্ছে তারা।
৪৯ বছর বয়সী ইনজাগির সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি আছে ইন্টারের। ইতালিয়ান বিভিন্ন গণমাধ্যমের খবর, বড় অঙ্কের পারিশ্রমিক নিয়ে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের দায়িত্ব নিতে পারেন তিনি।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব গুঞ্জন উড়িয়ে দেন ইনজাগি। ফাইনালের পর ক্লাব সভাপতির সঙ্গে আলোচনায় বসার কথা বলেন তিনি।
“এগুলো প্রতি বছর একই রকম, যখন আমি লাৎসিওতে ছিলাম এবং এখন যখন ইন্টারে, সৌভাগ্যবশত ইতালি থেকে, বিদেশি ক্লাব থেকে এবং সৌদি আরব থেকে প্রস্তাব এসেছিল।”
“তবে আমার মনে হয়, এটা নিয়ে এখন ভাবাও পাগলামি হবে। ইন্টার প্রেসিডেন্ট, যার সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে, তিনি বলেছেন ম্যাচের (চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল) পরের দিন আমরা বসব এবং আলোচনা করব। যেমনটা আমরা বছরের পর বছর ধরে করেছি। একটি লক্ষ্যকেই প্রাধান্য দিয়ে, সেটা হলো ইন্টারের মঙ্গল।”
পেশির চোটে ইন্টারের সবশেষ চারটি লিগ ম্যাচে খেলতে পারেননি লাউতারো মার্তিনেস। সবশেষ ম্যাচে কোমোর বিপক্ষে অবশ্য বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন স্ট্রাইকারকে স্কোয়াডে রেখেছিলেন ইনজাগি। তবে ২-০ গোলে জয়ের লড়াইয়ে মার্তিনেসকে নামাননি তিনি।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মার্তিনেসকে পাওয়ার যাবে বলে নিশ্চিত করেছেন ইন্টার মিলান কোচ।