Published : 01 Jun 2025, 09:51 AM
স্বপ্ন পূরণের সারথি হতে পারতেন এই দুজনও। কিন্তু স্বপ্ন যখন বারবার হাতছানি দিয়েও মিলিয়ে যাচ্ছিল, এক সময় ক্লাব থেকে হারিয়ে যান তারাও। অবশেষে পিএসজি যখন বহুকাঙ্ক্ষিত সেই দিনটির দেখা পেল, নিজেদের পুরোনো ক্লাবকে শুভেচ্ছা জানালেন নেইমার ও কিলিয়ান এমবাপে।
পিএসজিতে দুজনই ছিলেন ছয় বছর করে। পারফর্মও করেছেন দুর্দান্ত। জিতে নিয়েছেন একের পর এক ট্রফি। ৬টি লিগ শিরোপাসহ ১৫টি ট্রফি জিতেছেন এমবাপে। নেইমার জিতেছেন লিগের ৫ শিরোপাসহ মোট ১৩টি ট্রফি। কিন্তু ইউরোপের সেরা হতে পারেননি তারা একবারও।
২০১৯-২০ মৌসুমে এই দুজনকে নিয়েই খুব কাছাকাছি গিয়ে শেষ পর্যন্ত রানার্স আপ হওয়ার হতাশায় থামতে হয় পিএসজিকে। এর আগে-পরে চ্যাম্পিয়ন্স লিগে তারা ছিটকে পড়ে নানা ধাপ থেকে। এই দুজনের সঙ্গে পরে লিওনেল মেসির মতো মহাতারকা যোগ হয়েও পূরণ হয়নি ক্লাবের সেই লক্ষ্য।
একে একে তারা সবাই ক্লাব ছেড়ে গেছেন। মেসির তো আর ইউরোপে ফেরার কোনো সম্ভাবনাই নেই। নেইমারের জন্যও সেই সম্ভাবনা অতি সামান্য। এমবাপের সামনে অবশ্য অবারিত সুযোগ, পাড়ি জমিয়েছেন তিনি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সফলতামে ক্লাবে। কিন্তু তিনি যোগ দেওয়ার পর প্রথম মৌসুমে আর্সেনালের কাছে কোয়ার্টার-ফাইনালে হেরে বিদায় নিয়েছে রেয়াল মাদ্রিদ।
এমবাপেকে ধরে রাখতে কম চেষ্টা করেনি পিএসজি। কিন্তু ছেলেবেলার স্বপ্ন পূরণে তিনি পা রাখেন মাদ্রিদে। ক্লাবের ইতিহাসের সফলতম স্কোরারের বিদায়ের পর প্রথম মৌসুমে পিএসজির ভাগ্যও খুলে যায়। মিউনিখে শনিবার ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে তারা ক্লাবের ইতিহাসে সবচেয়ে বড় শিরোপাটির স্বাদ পেয়ে যায়।
পিএসচি ছাড়ার পর ক্লাবটির সঙ্গে আর্থিক বিষয়াদি দিয়ে আদালতে লড়ছেন এমবাপে। তার দাবি, ক্লাবের কাছে এখনও সাড়ে পাঁচ কোটি ইউরো পাওনা তার। তবে মাঠের সাফল্যে তাদেরকে অভিনন্দন জানাতে ভোলেননি। পুরোনো দলের স্মরণীয় দিনে সামাজিক মাধ্যমে তাদের কুর্নিশ জানিয়েছেন রেয়ালের হয়ে অভিষেক মৌসুমে গোলের রেকর্ড গড়া এমবাপে।
“অবশেষে সেই বড় দিনটি এসেছে। জয় এবং পুরো ক্লাবকে তুলে ধরে যেভাবে তা এসেছে, অভিনন্দন পিএসজি।”
নেইমার অবশ্য অত কিছু লেখেননি। পিএসজির অধিনায়ক ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োসের ট্রফি উঁচিয়ে ধরার একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে ব্রাজিলের তারকা স্রেফ লিখেছেন, “অভিনন্দন পিএসজি।” সঙ্গে তালি দেওয়ার পাঁচটি ইমোজি যোগ করেছেন এখন সান্তোসে থাকা তারকা।