ইংলিশ ফুটবল
Published : 23 May 2025, 08:11 PM
লিভারপুলের জার্সিতে মৌসুমটা দারুণ কাটছে মোহামেদ সালাহর। দলের ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধার করতে বড় অবদান রেখেছেন এই ফরোয়ার্ড। মিশরীয় তারকার বিশ্বাস, এই বছরের ব্যালন দ’র জিততে পারেন তিনি।
লিভারপুল এবারের প্রিমিয়ার লিগ শিরোপা জিতে নেয় চার ম্যাচ হাতে রেখে। আসরে এখন পর্যন্ত ৩৭ ম্যাচে ২৮ গোলের সঙ্গে সালাহর অ্যাসিস্ট ১৮টি। দ্বিতীয় স্থানে থাকা নিউক্যাসল ইউনাইটেডের আলেকসান্দার ইসাকের চেয়ে তার গোল পাঁচটি বেশি।
শেষ রাউন্ডে অতি নাটকীয় কিছু না ঘটলে চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের সর্বোচ্চ স্কোরারের পুরস্কার গোল্ডেন বুট জিতবেন সালাহ। স্পর্শ করবেন সবচেয়ে বেশি চারবার জেতা আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরিকে।
এরই মধ্যে ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগে এক আসরে সবচেয়ে বেশি গোলে সম্পৃক্ত (গোল ও অ্যাসিস্ট) থাকার রেকর্ড গড়েছেন সালাহ। এখানে তিনি ছাড়িয়ে গেছেন অঁরি ও আর্লিং হলান্ডের যৌথ রেকর্ড (৪৪টি)।
শেষ রাউন্ডে একটি গোল বা অ্যাসিস্ট করতে পারলে, ৪২ ম্যাচের আসরে দুই গ্রেট অ্যান্ড্রু কোল ও অ্যালান শিয়েরার সর্বোচ্চ ৪৭টি গোলে সম্পৃক্ত থাকার যৌথ রেকর্ডও স্পর্শ করবেন সালাহ।
মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে তার গোল ৩৩টি। এই বছরের ব্যালন দ’র জয়ের ক্ষেত্রে ফেভারিটদের একজন ভাবা হচ্ছে তাকে। আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে ঘোষণা করা হবে বিজয়ী।
গত এপ্রিলে অ্যানফিল্ডে দুই বছরের নতুন চুক্তি করা সালাহ স্কাই স্পোর্টসে বললেন, তার সামনে ব্যালন দ’র জয়ের ভালো সুযোগ।
“আমি বলব, আমার কখনও এমন মৌসুম কাটেনি। তাই আমার মতে, এই ক্লাবে থাকাকালীন এটা (ব্যালন দ’র) পাওয়ার এটাই সেরা সুযোগ, কারণ ট্রফি জয়সহ দুর্দান্ত একটা বছর কেটেছে। এটা আমাকে ভালো সুযোগ করে দিয়েছে।”
বর্ষসেরার পুরস্কারটি জিততে সালাহকে হয়তো লড়াই করতে হবে বার্সেলোনার উইঙ্গার লামিনে ইয়ামাল ও পিএসজির ফরোয়ার্ড উসমান দেম্বেলের সঙ্গে। এই দুজনের জন্যও মৌসুমটা দারুণ কাটছে। লা লিগাসহ বার্সেলোনার তিনটি শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন ইয়ামাল। পিএসজির লিগ জয়ের পাশাপাশি দলটিকে ফরাসি কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দেম্বেলের। ফাইনাল দুটি এখনও বাকি।