উইমেন’স এশিয়ান কাপ বাছাই
Published : 05 Jul 2025, 09:36 PM
ম্যাচ শেষের পর মাঝমাঠে গেল সবাই। সাথে লাল সবুজের পতাকে। সেখান থেকে দৌড়ও দিলেন সবাই একসাথে। মাঠের উদযাপন বলতে স্রেফ এতটুকুই। তবে তুর্কমেনিস্তানকে হারানোর পর উচ্ছ্বাসভরা কণ্ঠে মনিকা চাকমা বললেন, অনেক ভালো লাগছে তাদের।
মিয়ানমারের ইয়াংগুনে শনিবার ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারায় বাংলাদেশ। বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে বাছাই শুরুর পর শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার ইতিহাস আগেই গড়ে বাংলাদেশ।
টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে থেকে বাছাই শেষ করল মেয়েরা। দলের জয়ে জোড়া গোল উপহার দেন শামসুন্নাহার জুনিয়র ও ঋতুপর্ণা চাকমা। একবার করে জালের দেখা পান স্বপ্না রানী, মনিকা ও তহুরা খাতুন।
এই ম্যাচ সামনে রেখে আগেই কোচ, খেলোয়াড়রা বলেছিলেন, বাছাই শেষ হয়নি এখনও। জয়ের হাসিতে শেষটা রাঙাতে ভীষণ সতর্ক ছিলেন সবাই। তুর্কমেনিস্তানকে উড়িয়ে দেওয়ার পর মনিকার কণ্ঠেও শোনা গেল প্রাপ্তির আনন্দ।
“আজকে অনেক অনেক ভালো লাগছে। আমরা ২০২৬ এশিয়ান কাপে কোয়ালিফাই করেছি। আমরা চাই, এভাবে আরও ম্যাচ খেলে ম্যাচ বাই ম্যাচ যেন ভালো ফল করতে পারি। আজকের দিনের জন্য সব সতীর্থকে ধন্যবাদ। সবাই সবাইকে খুব সাহায্য করেছে।”
ম্যাচ শেষের প্রতিক্রিয়া মনিকা যখন দিতে আসেন, তখনও শোনা যাচ্ছিল সমর্থকদের উল্লাস। সামনে পথচলায় তাদেরকে পাশে থাকার আহ্বান জানাতেও ভোলেননি এই মিডফিল্ডার।“সমর্থকদের অনেক অনেক ধন্যবাদ। আমি চাই সমর্থকেরা আমাকে এভাবেই সমর্থন করে যাক।”