Published : 08 May 2025, 11:47 AM
স্বপ্ন পূরণের ঠিকানা এখন স্রেফ এক কদম দূরে। সেমি-ফাইনাল বাধা উতরে যাওয়ার পর এখন চূড়ান্ত লক্ষ্য ছোঁয়ার ছক কষছেন লুইস এনরিকে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন অপেক্ষায়। কাজটা কঠিন, জানেন তিনি। তবে বিশ্বাস আর তাড়নার ভেলায় শেষের বৈতরণী পার হতে আত্মবিশ্বাসী পিএসজি কোচ।
২০২৩ সালে পিএসজির কোচের দায়িত্ব নেওয়ার পর গত চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালে উঠলেও আর এগোতে পারেনি তারা। এবার প্রাথমিক পর্বে ১৫তম হয়ে কোনোরকমে পরের ধাপে গেলেও এরপর থেকে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে তারা।
ধনকুবের নাসের আল খেলাইফি ক্লাবের দায়িত্ব নেওয়ার পর তারকার হাট বসিয়ে গত ১৩ মৌসুমে ১১টি লিগ শিরোপা তারা জিতেছে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি এখনও অধরা। ২০২০ সালে ফাইনালে তারা হেরে যায় বায়ার্ন মিউনিখের কাছে।
এবার প্রতিপক্ষ ইন্টার মিলান, যারা সেমি-ফাইনালে ধ্রুপদি দুই লেগে হারিয়েছে বার্সেলোনাকে। ১৯৯৩ সালের পর চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ইতালি ও ফ্রান্সের দলের লড়াই এবার।
ইতালিয়ান দলটির বিপক্ষে পিএসজির কঠিন পরীক্ষা হবে, মানছেন এনরিকে। তবে আর্সেনালকে হারানোর পর আত্মবিশ্বাসের কমতি নেই তার।
“ইন্টার মিলান আমাদের তুলনায় অনেক বেশি অভিজ্ঞ। ওদের ফুটবলাররা আমাদের চেয়ে বেশি বয়সী ও পরিণত। তবে আমাদের আছে তাড়না, ট্রফি জিততে চাই আমরা এবং ফাইনালেও সে মানসিকতা থাকবে।”
“কাজটা যদিও কঠিন হবে। তবে তাদের জন্যও কাজটা সহজ হবে না। ফাইনাল বেশ ইন্টারেস্টিং হবে, দুই দলের জন্যই কঠিন পরীক্ষা। আমাদের জন্য স্পেশাল উপলক্ষ, তাদের জন্যও। তিন বছরের মধ্যে তাদের দ্বিতীয় ফাইনাল এটি, কাজেই তারা দুর্দান্ত দল। তবে আমাদের সামনে সময় আছে পরিকল্পনা করার। আপাতত সময়টা উপভোগের।”
কোচের মতোই রোমাঞ্চ নিয়ে ফাইনালে তাকিয়ে পিএসজির অধিনায়ক মার্কিনিয়োস।
“এই অনুভূতি দারুণ। খুব ভালো কাজ করেছি আমরা। পথটা ছিল কঠিন ও মন্থর, খুব কঠিন কিছু ম্যাচ পেরিয়ে আসতে হয়েছে আমাদের। এখন আমরা ফাইনালে উঠেছি, এটা কাজে লাগাতে হবে। সম্ভাব্য সেরা উপায়ে ফাইনালের জন্য প্রস্তুত হতে হবে। ফাইনালের পথ তৈরি করেছি আমরা, তবে কাজ শেষ হয়নি এখনও।”
ফাইনাল ম্যাচটি আগামী ৩১ মে মিউনিখে।
দুই লেগে হেরে আর্সেনাল কোচের আক্ষেপ 'টুর্নামেন্টের সেরা দলই ছিটকে গেছে'
'ফারমার্স লিগ, তাই না?' ফাইনালে উঠে ট্রলের জবাব পিএসজি কোচের