চ্যাম্পিয়ন্স লিগ
Published : 31 May 2025, 09:02 AM
এখন আর কোনো একক তারকানির্ভর দল নয় পিএসজি। দলগত ফুটবল খেলে বরং আরও শক্তিশালী হয়ে উঠেছে তারা। এমন ‘শক্তিশালী’ প্রতিপক্ষের সঙ্গে ইউরোপ সেরার লড়াইয়ে যে নিজের দলকে ভুগতে হবে, তা বেশ বুঝতে পারছেন ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগি। তবে এতে তার আত্মবিশ্বাসে কোনো চিড় ধরেনি। ফরাসি চ্যাম্পিয়নদের পাল্টা আঘাত করার শক্তি তার দলের আছে বলেই বিশ্বাস এই ইতালিয়ান কোচের।
তিন বছরের মধ্যে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে যাচ্ছে ইন্টার মিলান। আরেকবার ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর দলটি শনিবার শিরোপা লড়াইয়ে পিএসজির মুখোমুখি হবে।
২০২২-২৩ আসরের ফাইনালে ইতালিয়ান ক্লাবটি হেরে গিয়েছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ইন্টার মিলান সবশেষ এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ২০১০ সালে, জোসে মরিনিয়োর কোচিংয়ে।
এবারের ফাইনালে ওঠার পথে কোয়ার্টার-ফাইনালে তারা বায়ার্ন মিউনিখ ও সেমি-ফাইনালে বার্সেলোনার মতো শক্তিকে হারিয়েছে। শেষ চারে কাতালান দলটির বিপক্ষে ইন্টারের দুই লেগের রুদ্ধশ্বাস লড়াই জায়গা করে নিয়েছে প্রতিযোগিতাটির ইতিহাসে মহাকাব্যিক লড়াইয়ের পাতায়।
তারপরও আসছে শিরোপা লড়াইয়ে অনেকের কাছেই দ্বিতীয় সেরা দল হিসেবে বিবেচিত হচ্ছে ইন্টার মিলান। উসমান দেম্বেলে-আশরাফ হাকিমি-মার্কিনিয়োসদের নিয়ে গড়া এবং চলতি মৌসুমে ইতোমধ্যে লিগ আঁ, ফরাসি কাপ ও ফরাসি সুপার কাপ জয়ী পিএসজিকে কিছুটা এগিয়ে রাখছেন ইনজাগিও। কিন্তু জয়ের প্রশ্নের নিজেদেরকেও পিছিয়ে রাখছেন না তিনি।
“প্যারিসের বিপক্ষে আমাদের এটা জেনেই মুখোমুখি হতে হবে যে, কোনো কোনো মুহূর্তে আমাদের ভুগতে হতে পারে এবং এমন কিছু মুহূর্ত আসবে যখন আমাদের পায়ে বল থাকবে এবং তখন তাদের ঘর সামলাতে হবে।”
“ম্যাচের (ছোট ছোট) মুহূর্তগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। জয়ের তীব্র বাসনা ও মরিয়া মনোভাব নিয়ে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। পিএসজি খুবই শক্তিশালী দল, কিন্তু আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলব।”
প্রাথমিক পর্বে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের মতো দলের বিপক্ষে লড়তে হয়েছে ইন্টার মিলানের। সেই ম্যাচগুলোতেও হারেনি তারা। সিটির সঙ্গে ড্রয়ে আসর শুরুর পর দলটি হারিয়ে দিয়েছিল আর্সেনালকে, যারা উঠেছিল সেমি-ফাইনালে।
এমন কঠিন সব প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে আসায়, বাড়তি আত্মবিশ্বাসও পাচ্ছেন ইনজাগি।
“এ পর্যন্ত আমাদের অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, বায়ার্ন ও বার্সার বিপক্ষে লড়াই করেছি; কিন্তু আমরা এই পর্যন্ত এসেছি এবং আমরা এখন এখানে থামতে চাই না।”
“ইন্টারে জন্য সব ম্যাচই বড় ম্যাচ; কিন্তু ফাইনাল হলে আবহটা ভিন্ন। আমরা এখানে থাকার যোগ্য, সিটির মাঠে প্রথম ম্যাচ থেকেই। তবে আমরা এখনও (লক্ষ্য থেকে) এক ধাপ দূরে।”
মিউনিখে শনিবার বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হবে পিএসজি ও ইন্টার মিলান। প্যারিসের দলটি প্রথমবারের মতো এই শিরোপা জয়ের লড়াইয়ে আছে আর ইন্টার লড়ছে চতুর্থবার ইউরোপের মুকুট পরতে।
আরও পড়ুন :
দেম্বেলে-মার্কিনিয়োসদের যে চ্যালেঞ্জ দিলেন পিএসজি কোচ
স্বপ্ন ছোঁয়ার দ্বিতীয় সুযোগ কিছুতেই হারাতে রাজি নন মার্কিনিয়োস
দেম্বেলের মনের কোণে ব্যালন দ’র, ভাবনায় শুধুই চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি