এশিয়ান কাপ বাছাই
Published : 02 Jun 2025, 10:11 PM
ঢাকায় পৌঁছে সতীর্থদের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়লেন হামজা চৌধুরী। জাতীয় স্টেডিয়ামে ক্লোজ-ডোর অনুশীলনে এদিনও বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার দরজা বন্ধ ছিল গণমাধ্যমকর্মীদের জন্য।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হামজার অনুশীলনের ছবি দিয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। অনুশীলনে বরাবরের মতোই তাকে দেখা গেছে সতীর্থদের সাথে হাস্যেজ্জ্বল।
ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সমানে রেখে সোমবার তৃতীয় দিনের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল। এদিনই হামজা ইংল্যান্ড থেকে সকালে ফিরেছেন ঢাকায়। বিকেলে নেমেছেন অনুশীলনে।
গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয় হামজার। জয়ের রঙে অবশ্য আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম ম্যাচ শেফিল্ড শিল্ডে খেলা এই ফুটবলার। গোলশূন্য ড্র হয় ম্যাচটি। এবার তিনি দেশের মাঠে খেলতে নামার অপেক্ষায়।
ঢাকায় পৌঁছে এর আগে ভিডিও বার্তায় হামজা বলেছেন এই ম্যাচ নিয়ে তার লক্ষ্য।
“হ্যালো, সবাইকে আসসালামু আলাইকুম। সব সমর্থক, গণমাধ্যম এবং সাংবাদিক সবাই ধন্যবাদ আবারও আমাকে বরণ করে নেওয়ার জন্য। দলের সবার সাথে মিলিত হতে এবং প্রস্তুতি শুরু করতে উন্মুখ হয়ে আছি। ইনশাল্লাহ আমরা সফল হবো এবং আশা করি, আপনারা আমাদের পাশে থাকবেন।”
ঢাকা জাতীয় স্টেডিয়ামে বুধবার ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে দল। ভুটান ম্যাচে অবশ্য হামজাকে খেলানোর সিদ্ধান্ত এখনও নেননি কোচ হাভিয়ের কাবরেরা।
বাছাইয়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশের মতোই ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট ১ করে। সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপ টেবিলে শীর্ষে ওঠার স্বপ্ন দেখার কথা কোচ কাবরেরার মতো বলেছেন খেলোয়াড়রাও।
ক্যাম্পের প্রাথমিক দলে থাকা ২৬ জনের মধ্যে কেবল বাইরে আছেন সামিত সোম। বুধবার কানাডা থেকে এই মিডফিল্ডারের ঢাকায় এসে দলের সাথে যোগ দেওয়ার কথা।