নেশন্স লিগ
Published : 07 Jun 2025, 05:09 PM
নেশন্স লিগ ফাইনালের দুই প্রতিপক্ষ পর্তুগাল ও স্পেন ছাপিয়ে আলোচনা চলছে ক্রিস্তিয়ানো রোনালদো ও লামিনে ইয়ামালকে ঘিরে। ম্যাচটিকে পর্তুগিজ মহাতারকার বিপক্ষে স্প্যানিশ তরুণ সেনসেশনের লড়াই হিসেবে ধরা হচ্ছে। তবে এভাবে দেখতে নারাজ জোয়াও নেভেস। পর্তুগিজ মিডফিল্ডারের মতে, এই লড়াই দুটি জাতীয় দলের, কোনো ব্যক্তির নয়।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় আগামী রোববার নেশন্স লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল।
মাঠে লড়াইয়ে পর্তুগিজ মহাতারকা রোনালদোকে আগে কখনও প্রতিপক্ষ হিসেবে পাননি ১৭ বছর বয়সী ইয়ামাল। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার বিপক্ষে অল্প বয়সেই তারকা খ্যাতি পাওয়া বার্সেলোনা ফরোয়ার্ডের লড়াই দেখতে মুখিয়ে ফুটবল বিশ্ব।
ফাইনালের দুই দিন আগে শুক্রবার নেভেসের সংবাদ সম্মেলনে ওঠে রোনালদো বনাম ইয়ামাল প্রসঙ্গ। যা পুরোপুরি উড়িয়ে দিয়ে পিএসজির এই ফুটবলার বলেন, স্পেন কিংবা পর্তুগাল কেবল একজনকে নিয়ে গড়া দল নয়।
“আমি ম্যাচটিকে এভাবে (ক্রিস্তিয়ানো রোনালদো বনাম ইয়ামাল) দেখছি না। এটাকে স্পেনের বিপক্ষে পর্তুগালের ম্যাচ হিসেবে দেখছি। স্প্যানিশ দল শুধুই ইয়ামালকে নিয়ে গড়া নয়, সম্মিলিতভাবে তারা অনেক শক্তিশালী। একইভাবে আমরাও। এটা ক্রিস্তিয়ানোর ম্যাচ নয়, জাতীয় দলের ম্যাচ…।”
পিএসজির হয়ে গত মৌসুমে ঐতিহাসিক ট্রেবল জেতা চার ফুটবলার আছেন পর্তুগাল দলে। যাদের মধ্যে একজন ২০ বছর বয়সী নেভেস। বয়স ৪০ বছর হলেও রোনালদো এখনও পর্তুগিজ জাতীয় দলের আক্রমণভাগের শক্তি।
নেশন্স লিগের সেমি-ফাইনালে জার্মানিতে ২-১ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ের মঞ্চে জায়গা করে নিয়েছে পর্তুগাল। ওই ম্যাচে দলের জয় সূচক গোলটি করেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে যেটি ছিল তার ১৩৭তম গোল।
ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানো রোনালদো সেখানেও আছেন দারুণ ছন্দে। টানা দ্বিতীয় মৌসুমে সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন আল নাস্র অধিনায়ক।
আর ক্যারিয়ার শুরু করতে না করতেই তারকা বনে চলে গেছেন ইয়ামাল। স্পেনের ২০২৪ ইউরো জয়ে অবদান রাখেন এই রাইট উইঙ্গার। গত মৌসুমে বার্সেলোনার লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ জয়ে পালন করেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তার পায়ের জাদুতে মোহাবিষ্ট ফুটবল বিশ্ব।
স্পেনের জার্সিতে এরই মধ্যে ২০ ম্যাচে ৬ গোল করেছেন ইয়ামাল। যার দুটি সবশেষ ম্যাচে, নেশন্স লিগের সেমি-ফাইনালে ফ্রান্সকে ৫-৪ গোলে হারানোর লড়াইয়ে।
রোনালদোর মুখোমুখি হওয়াকে খুব বড় করে দেখছেন না ইয়ামাল। বলেছেন, অন্য সবার মতো ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলারের প্রতি অগাধ সম্মান তার। তবে মাঠে নিজের কাজটা করতেই বেশি মনোযোগী তিনি।
“অবশ্যই সব খেলোয়াড়রা তাকে যথেষ্ট সম্মান করে, তিনি একজন ফুটবল কিংবদন্তি। আমি আমার কাজ করব, সেটা হলো ম্যাচ জেতা, এই তো।”