Published : 22 Jul 2023, 05:01 PM
ভীষণ বাজে একটা মৌসুম শেষে চেলসি শিবির থেকে চলে যাচ্ছে একের পর এক খেলোয়াড়। সেই তালিকায় নতুন নাম পিয়েরে-এমেরিক অবামেয়াং। লন্ডনের ক্লাবটিতে হতাশাজনক অধ্যায়ের ইতি টেনে মার্সেইয়ে যোগ দিলেন গ্যাবনের এই ফরোয়ার্ড।
নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে শুক্রবার খবরটি জানায় ফরাসি ক্লাবটি। ৩৪ বছর বয়সী ফুটবলারের ট্রান্সফার ফি বা চুক্তির মেয়াদ সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।
গত মৌসুমের শুরুতে দুই বছরের চুক্তিতে বার্সেলোনা থেকে চেলসিতে নাম লেখান অবামেয়াং। তবে স্ট্যামফোর্ড তার সময়টা মোটেও সুখকর হয়নি।
দলটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫টি ম্যাচ খেলে গোল করতে পারেন মাত্র একটি৷ চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের স্কোয়াড থেকে তাকে বাদ দেন ওই সময়ে দলটির কোচ গ্রাহাম পটার।
২০২২-২৩ মৌসুম শেষের পরপরই শোনা যাচ্ছিল, অবামেয়াংকে ছেড়ে দিতে পারে চেলসি। সেটাই এবার সত্যি হলো।
এর আগেও ফ্রান্সে খেলার অভিজ্ঞতা আছে অবামেয়াংয়ের। খেলেছেন লিল, মোনাকো সহ আরও দুটি ক্লাবের হয়ে।
অবামেয়াংয়ের আগে চলতি গ্রীষ্মের দলবদলে চেলসি ছেড়ে গেছেন ম্যাসন মাউন্ট, কাই হাভার্টজ, মাতেও কোভাচিচ, সেসার আসপিলিকুয়েতা এবং আরও কয়েকজন খেলোয়াড়।