বাংলাদেশ প্রিমিয়ার লিগ
Published : 25 May 2025, 11:57 PM
ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরুর কথা ছিল ৩১ মে। বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচটি বিবেচনায় নিয়ে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের সূচিতে পরিবর্তন এনে ক্যাম্প শুরুর দিনক্ষণও এগিয়ে এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
লিগের অষ্টাদশ ও শেষ রাউন্ডের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল একই দিনে; আগামী ২৯ মে।
পরিবর্তিত সূচিতে চারটি ম্যাচ মাঠে গড়াবে মঙ্গলবার। এরপর দুই দিন বিশ্রাম নিয়ে ৩০ মে ফুটবলাররা যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে।
নতুন সূচিতে বসুন্ধরা কিংস-ওয়ান্ডারার্স, ফকিরেরপুল ইয়ংমেন্স-মোহামেডান, রহমতগঞ্জ-পুলিশ এফসি ও আবাহনী-ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ হবে মঙ্গলবার। চট্টগ্রাম আবাহনী ও ফর্টিসের ম্যাচ অবশ্য হবে বৃহস্পতিবারে।
আগামী ৪ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১০ জুন এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে একই মাঠে সিঙ্গাপুরের মুখোমুখি হবে হাভিয়ের কাবরেরার দল।
বাছাইয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকং- চার দলেরই পয়েন্ট ১ করে। ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বাছাই শুরু করেছিল বাংলাদেশ।