ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
Published : 11 Jul 2024, 09:32 PM
নেদারল্যান্ডসের ম্যাচ থাকলেই গ্যালারিতে কমলা রংয়ের স্রোত বইতে দেখা গেছে। সারাক্ষণই ডামফ্রিস-ভেহর্স্টদের জন্য গলা ফাটিয়েছেন সমর্থকরা। নেদারল্যান্ডস দলও দেখাচ্ছিল দারুণ কিছুর আশা, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে হেরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পথচলা থেমে গেছে তাদের। সমর্থকদের জন্য তাই আরও বেশি খারাপ লাগছে দলটির কোচ রোনাল্ড কুমানের।
ডর্টমুন্ডে বুধবার প্রতিযোগিতার দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হারে নেদারল্যান্ডস। শুরুতে এগিয়ে গিয়ে দারুণ কিছুর স্বপ্ন দেখিয়েছিল ডাচরা, কিন্তু হ্যারি কেইন সমতা ফেরানোর পর ম্যাচের অন্তিম সময়ে অলি ওয়াটকিন্সের গোলে জয় তুলে নেয় ইংলিশরা।
সেমি-ফাইনালে সম্ভাবনার মৃত্যুতে স্বাভাবিকভাবে খারাপ লাগছে কুমানের। ৬১ বছর বয়সী এই কোচের আরও বেশি খারাপ লাগছে সমর্থকদের জন্য। সামজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ডাচ কোচ সারাক্ষণ পাশে থাকা সমর্থকদের ধন্যবাদ জানাতে ভোলেননি।
“গত রাতের সেমি-ফাইনালে আমাদের অভিযাত্রা পীড়াদায়কভাবে শেষ হলো, যে ম্যাচে আমাদের দল সবটুকু নিংড়ে দিয়েছিল। এই খেলোয়াড়, স্টাফ-যারা বিপুল উদ্দীপনা ও নিবেদন নিয়ে কাজ করেছে, তাদের নিয়ে আমি গর্বিত।”
“কমলা সমর্থকদের সমর্থন ছিল অতুলনীয় এবং অভূতপূর্ণ। যেখানেই আমরা গিয়েছি, সেই শহরই তারা কমলা রঙে রাঙিয়েছে। চমৎকার এই সফরের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমরা কী, সেটা আমরা দেখিয়েছি এবং নেদারল্যান্ডসকে ফুটবলের মানচিত্রে ফিরিয়েছি।”
এবারের ইউরোতে সেরা সাফল্য না পেলেও কুমান কোচের দায়িত্বে থাকছেন। ২০২৬ বিশ্বকাপের বাছাই রয়েছে সামনে, তবে নেদারল্যান্ডসকে তার আগে খেলতে হবে নেশন্স লিগে। আগামী ৭ সেপ্টেম্বরে বসনিয়া এবং তিন দিন পর আমস্টারডামে জার্মানির বিপক্ষে খেলবে তারা।