নেশন্স লিগ
Published : 09 Jun 2025, 05:04 PM
নেশন্স লিগের সেমি-ফাইনালে হারা জার্মানি জিততে ব্যর্থ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও। এই দলকে নিয়ে এখনই বড় কিছু আশা করতে একরকম বারণ করেছেন জার্মান কোচ ইউলিয়ান নাগেলসমান। তার মতে, বিশ্বের শীর্ষ দলগুলো থেকে এখনও পিছিয়ে তারা।
স্টুটগার্টে রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে হারে জার্মানি। শেষ চারের লড়াইয়ে তাদেরকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে পর্তুগাল। রোমাঞ্চকর শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে নেশন্স লিগের ট্রফি জেতে ক্রিস্তিয়ানো রোনালদোর দল।
ফ্রান্সের বিপক্ষে ভালোই লড়াই করে জার্মানি। আক্রমণ, পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে গোলের দেখা পাচ্ছিল না কেউই। ৪৫তম মিনিটে অহেলিয়া চুয়ামেনির ক্রস ডান পায়ের শটে জালে জড়িয়ে ম্যাচের ‘ডেডলক’ খোলেন কিলিয়ান এমবাপে।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে আরেকবার জার্মানদের স্তব্ধ করে দেয় ফরাসিরা। ৮৪তম মিনিটে এমবাপের পাসে ব্যবধান দ্বিগুণ করেন মাইকেল ওলিসে।
ফ্রান্সের বিপক্ষে হারলেও দলের পারফরম্যান্সে উন্নতি দেখছেন নাগেলসমান। এই প্রচেষ্টা চালিয়ে গেলে সামনে ভালো কিছুর আশা করছেন তিনি।
“আজকের মতো যদি আমরা পারফর্ম করতে পারি এবং বিশ্বকাপ বাছাই পর্বে দলগুলোর বিপক্ষে পারফরম্যান্সে অবনতি না হয়, তাহলে আশা করি, বাছাইয়ের পরীক্ষা উৎরে যেতে পারব এবং বিশ্বকাপের জন্য প্রস্তুতিটাও ভালো হবে।”
“অবশ্যই আমরা যেখানে থাকতে চাই সেখানে থেকে কিছুটা পিছিয়ে আছি এবং বিশ্বের শীর্ষ দলগুলোর চেয়ে পিছিয়ে আমরা। এক কিংবা দুই বছরের মধ্যে বিশ্ব ফুটবলে আধিপত্য করতে পারব না। অনেক বছর ধরে যেগুলো শতভাগ ঠিক হচ্ছে না সেগুলো রাতারাতি করে ফেলতে পারব না। তবুও পুরো দল, খেলোয়াড় স্টাফদের মধ্যে বিশেষ কিছু অনুভব করছি। বিশেষ কোনো স্পর্শ রয়েছে এবং অনেক সম্ভাবনা সামনে অপেক্ষায় আছে।”
২০১৪ সালে বিশ্বকাপ জেতা জার্মানি সবশেষ দুই আসরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ‘এ’ গ্রুপে আছে তারা। সেখানে তাদের প্রতিপক্ষ লুক্সেমবার্গ, নর্দান আয়ারল্যান্ড ও স্লোভাকিয়া।
আগামী ৪ সেপ্টেম্বর স্লোভাকিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করবে নাগেলসমানের দল।