নারী ফুটবল
Published : 30 May 2025, 12:59 AM
জর্ডান সফরে তৃতীয় দিনের প্রস্তুতিতে ক্রসিং, ফিনিশিং ও সেট-পিসের অনুশীলনে জোর দিয়েছেন প্রধান কোচ পিটার জেমস বাটলার। অনুশীলনে ঋতুপর্ণা-রিপাদের নিবেদন ও দৃঢ়তা দেখে আশাবাদী হয়ে উঠছেন গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল।
ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে বাংলাদেশকে রক্ষণে কঠিন পরীক্ষা দিতে হতে পারে। তবে, বাটলারের বিরুদ্ধে অবস্থান থেকে সরে এসে দুইবারের উইমেন’স সাফ জয়ী রুপনা চাকমা পোস্টে ফেরায় আসছে কঠিন পরীক্ষায় ভালো করার ব্যাপারে আশাবাদী উজ্জ্বল।
জর্ডানের রাজধানী আম্মানের সল্ট স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রস্তুতি শেষে দলের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি জানালেন তিনি।
“আমরা তৃতীয় দিনের অনুশীলন করেছি। ভালো অনুশীলন হয়েছে। আজ আমাদের ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য ছিল ক্রসিং, ফিনিশিং ও সেট পিস। কোচ যেভাবে চেয়েছেন, মেয়েরা সেভাবে অনুশীলন করতে পেরেছে। মেয়েদের খুব চাঙ্গা মনে হচ্ছে। আমরা এখানে তিন দিন অনুশীলন করছি, আবহাওয়ার সাথেও মোটামুটি মানিয়ে নিয়েছি। সামনের ৩১ তারিখে আমাদের প্রথম ম্যাচ, ভালো কিছু আশা করছি।”
“এবার যে তিন জন গোলরক্ষক নিয়ে এসেছি, এদের মধ্যে সোনালী (ফেরদৌসী আক্তার) নতুন। রুপনা ও মেঘলা (রানী রায়) আছে। রুপনা খুব ভালো অবস্থায় আছে, ভুটানে খেলে এসেছে। গত কয়েকদিনের অনুশীলনে রুপনাকে আমি খুব ভালো অবস্থায় দেখছি। সে খুবই আত্মবিশ্বাসী। আশা করি, রুপনা তার সেরাটা দিয়ে ভালো একটা ফল এনে দিতে সাহায্য করবে।”
গত উইমেন’স সাফের ফাইনালে বাংলাদেশের জয়সূচক গোলটি করেছিলেন ঋতুপর্ণা চাকমা। অভিজ্ঞ এই ফরোয়ার্ডও রুপনার মতো ভুটানের লিগে খেলার মধ্যে ছিলেন। তিনিও আছেন দলে। প্রস্তুতি নিয়ে খুশি ঋতুপর্ণাও আশাবাদী ভালো ফল পাওয়ার ব্যাপারে।
“এ নিয়ে এখানে আমরা তিন দিন অনুশীলন করলাম। এখানকার আবহাওয়া…সব মিলিয়ে ভালো একটা ট্রেনিং করলাম। পরশু আমাদের প্রথম ম্যাচ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো ফল করতে পারি। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী ট্রেনিং করছে। কোচ যেভাবে বলছেন, সেভাবেই অনুশীলন করছি। সব মিলিয়ে (প্রস্তুতি) ভালো।”
মিয়ানমারে আগামী জুন-জুলাইয়ে হতে যাওয়া উইমেন’স এশিয়ান কাপ বাছাই সামনে রেখে এই সফর করছে বাংলাদেশ। শনিবার ইন্দোনেশিয়ার বিপক্ষে এবং এরপর ৩ জুন স্বাগতিক জর্ডানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মেয়েরা।